বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কবে আমি বাহির হলেম
তোমারি গান গেয়ে
পাঠ ও পাঠভেদ:
ইমনকল্যাণ। তেওরা
কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে—
সে তো আজকে নয় সে আজকে নয়।
ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে—
সে তো আজকে নয় সে আজকে নয় ॥
ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়,
তেমনি করে ধেয়ে এলেম জীবনধারা বেয়ে—
সে তো আজকে নয় সে আজকে নয় ॥
কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে,
কোন্ আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে—
সে তো আজকে নয় সে আজকে নয়।
পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি
তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে—
সে তো আজকে নয় সে আজকে নয় ॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের দুটি পাণ্ডুলিপি পাওয়া যায়
RBVBMS 478। [ নমুনা]
পাঠভেদ:
সে তো আজকে নয় সে আজকে নয়।
ভুলে গেছি
কবে থেকে আসছি তোমায় চেয়ে
: গীতবিতান
(বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)
সে ত
আজকে নয় সে আজকে নয়
ভুলে গেছি
কবে থেকে আসচি তোমায় চেয়ে।
[পাণ্ডুলিপি]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের
পাণ্ডুলিপি
RBVBMS 478 এর
৬৩ পৃষ্ঠায়
এই গানটির সাথে স্থান ও তারিখ উল্লেখ আছে- '৯ই জ্যৈষ্ঠ
১৩১৭ তিনধরিয়া [পাণ্ডুলিপি]
উল্লেখ্য, ১৩১৭ বঙ্গাব্দ
৪ জ্যৈষ্ঠ তারিখে রবীন্দ্রনাথ
দার্জিলিং জেলার তিনধরিয়া যাত্রা করেন। তিনধরিয়া থাকাকালীন রবীন্দ্রনাথ এই
গানটিসহ মোট
১২টি গান ও কবিতা রচনা করেন।
আর
এই গানটি রচনা করেছিলেন ৯ জ্যৈষ্ঠ। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল
৪৯ বৎসর
১ মাস বয়সের রচনা।
[৪৯ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৩৩৭ [নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ৩৩। উপবিভাগ: বন্ধু ১। পৃষ্ঠা: ১৪ [নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ৩৩। উপবিভাগ: বন্ধু ১। পৃষ্ঠা: ১৮-১৯ [১৮, ১৯]
রাগ ও তাল:
রাগ- ইমন কল্যাণ । তাল- তেওরা । [ স্বরবিতান সপ্তত্রিংশ (৩৭) খণ্ডের (ভাদ্র ১৪১৩) ]
রাগ-ইমন কল্যাণ। তাল: তেওরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯৯৩)] পৃষ্ঠা: ৪৪।
রাগ: ইমন কল্যাণ। তাল: তেওরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী,
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৭৯।
[ইমনকল্যাণ রাগে
নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[তেওরা তালে
নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
গ্রহস্বর: র্সা।
লয়: ঈষৎ দ্রুত।