বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
		শিরোনাম: 
ওকে ধরিলে তো ধরা দেবে না
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	প্রেম : ২৪০
	
		ওকে    ধরিলে তো ধরা দেবে না―
            
    ওকে  দাও ছেড়ে দাও ছেড়ে।
		মন      নাই যদি দিল নাই দিল,
                
   মন নেয় যদি নিক্ কেড়ে॥
		একি খেলা মোরা খেলেছি,  শুধু   নয়নের জল ফেলেছি―
		ওরই     জয় যদি হয় জয় হোক, মোরা হারি যদি যাই হেরে॥
          
   এক দিন মিছে আদরে  মনে গরব সোহাগ না ধরে,
		শেষে     দিন না ফুরাতে ফুরাতে  সব গরব দিয়েছে সেরে।
            
        ভেবেছিনু ওকে চিনেছি,  বুঝি  বিনা পণে ওকে কিনেছি―
		
		ও যে      আমাদেরই কিনে নিয়েছি, ও যে, তাই আসে, তাই ফেরে॥ 
	
 
RBVBMS 358]
	
	[নমুনা]
	
	
	পাঠভেদ: 
	তথ্যানুসন্ধান
	ক. রচনাকাল ও স্থান: 
	 
	১৩১৬ বঙ্গাব্দের বৈশাখ মাসে 'প্রায়শ্চিত্ত' নাটকটি প্রকাশিত হয়। এই গানটি এই 
	নাটকের অন্তর্ভূক্ত ছিল। সুতরাং গানটি ১৩১৫ বঙ্গাব্দের কোন এক সময় রচিত বলে 
	অনুমিত হয়। এই বিচারে গানটি
	
	রবীন্দ্ররনাথের 
	৪৭ বৎসর বয়সের রচনা
	।
 
	 
	- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	 
	- গ্রন্থ
	
- গান 
	
 
- গীতবিতান
	
 
-  
	স্বরবিতান নবম 
			(৯, প্রায়শ্চিত্ত)
			খণ্ডের (মাঘ 
			১৪১২
			
			বঙ্গাব্দ)
			 ২০
			সংখ্যক 
			 
			গান। 
			পৃষ্ঠা :  ৪৮-৫০।
-  প্রায়শ্চিত্ত 
		 , কতিপয় বালক লইয়া বসন্ত রায়ের গান। (রবীন্দ্র রচনাবলী, নবম খণ্ড, 
			বিশ্বভারতী,বৈশাখ ১৩৯৩ বঙ্গাব্দ, পৃষ্ঠা ১৬৫) 
-  শারোদোৎসব (১৩১৫ 
			বঙ্গাব্দ)।
 
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	
		-  স্বরলিপি ও স্বরলিপিকার:  
		সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 
		
 [
		 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় -কৃত 
		রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 [স্বরলিপি]
- সুর  ও তাল:
		
		
			-  
			স্বরবিতান নবম 
			(৯, প্রায়শ্চিত্ত)
			খণ্ডের (মাঘ 
			১৪১২
			
			বঙ্গাব্দ)
			
			গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের 
			হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে ভৈরবী ও একতাল। 
			কিন্তু 
	[
 
 
RBVBMS 358]
	
	-এর 
			উপরে লেখা আছে 'বেহাগ'।
        
		  [একতাল 
			তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
		 
  [ভৈরবী 
	 সুরে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]  
			
			রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। 
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
      
	  রাগ: ভৈরবী। তাল: একতাল 
	 [রবীন্দ্রসংগীত 
			: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। 
			পৃষ্ঠা: ৪১।]
			
			
 রাগ: 
			ভৈরবী । তাল: 
			একতাল 
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। 
				প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই 
				২০০১। পৃষ্ঠা: ৭৫] 
			গ্রহস্বর: সা।
			লয়: মধ্য।