বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আমি
শুধু রইনু বাকি।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: বিচিত্র
পর্যায়ের
১৩৫ সংখ্যক গান।
আমি
শুধু রইনু বাকি।
যা
ছিল তা গেল চলে,
রইল
যা তা কেবল ফাঁকি॥
আমার
ব’লে ছিল যারা আর তো তারা দেয় না সাড়া—
কোথায় তারা,
কোথায় তারা,
কেঁদে
কেঁদে কারে ডাকি॥
বল্
দেখি মা,
শুধাই
তোরে— আমার কিছু রাখলি নে রে,
আমি
কেবল আমায় নিয়ে কোন্ প্রাণেতে বেঁচে আছি॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
পাওয়া যায়নি।
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি ভারতী পত্রিকায়
'বউ ঠাকরুণের হাট' উপন্যাসের সাথে প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকার শ্রাবণ ১২৮৯
সংখ্যায়। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল গানটি
রবীন্দ্রনাথের
৪১ বৎসর বয়সের রচনা।
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
গান।
রামপ্রসাদী সুর।
পৃষ্ঠা
৪৩৭] [নমুনা]
-
গান
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ।
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কড়ি ও কোমল (১২৯৩ বঙ্গাব্দ)]
থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১১৯]
[নমুনা
-
দ্বিতীয়
খণ্ড, দ্বিতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৪৮)।
-
অখণ্ড
সংস্করণ,তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।বিচিত্র
পর্যায়ের
১৩৫ সংখ্যক গান।
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩]।
গান সংখ্যা ১২০। পৃষ্ঠা: ১২৭ [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- বউ ঠাকুরানীর হাট, সপ্তবিংশ পরিচ্ছেদ,
বসন্তরায়ের গান (পৌষ ১২৯৮ বঙ্গাব্দ)। [রবীন্দ্ররচনাবলী, প্রথম খণ্ড,
জ্যৈষ্ঠ ১৩৯৬ বঙ্গাব্দ]
-
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৩৭। রামপ্রসাদী
সুর। পৃষ্ঠা: ১৩০।
[নমুনা:
নমুনা]
-
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)। গান সংখ্যা ১২০।
রামপ্রসাদী সুর। পৃষ্ঠা:
৯৯৪
[নমুনা]
-
স্বরবিতান
অষ্টম (৮) খণ্ডের (মাঘ ১৪১৫ বঙ্গাব্দ) ৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯-১০।
[নমুনা]
-
পত্রিকা:
-
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী চৌধুরাণী
-
পাঠভেদ:
এটি একটি ভাঙা গান। মূল গানটি রামপ্রসাদ
সেনের রচিত।
মূল গান
রামপ্রসাদী সুর-একতাল
মায়ের এমনি বিচার বটে।
যে জন
দিবানিশি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে॥
হুজুরেতে আর্জি দিয়ে মা, দাঁড়ায়ে আছি করপুটে।
কবে আদালতে
শুনানি হবে মা, নিস্তার পাব এ সঙ্কটে॥
সওয়াল
জবাব করব কি মা, বুদ্ধি নাইকো আমার ঘটে।
ও মা, ভরসা
কেবল শিববাক্য, ঐক্য বেদাগমে রটে॥
প্রসাদ
বলে শমন ভয়ে মা, ইচ্ছা হয় যে পালাই ছুটে।
যেন
অন্তিমকালে দুর্গা ব'লে প্রাণ ত্যজি জাহ্নাবীর তটে॥
-
সুর ও তাল:
-
রামপ্রসাদী সুর। তাল-একতাল।
[স্বরবিতান
অষ্টম (৮) খণ্ড]
- রামপ্রসাদী। তাল: একতাল [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩৩]
- রামপ্রসাদী।
তাল: একতাল
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই
২০০১। পৃষ্ঠা:
৬২]
-
সুরাঙ্গ: রামপ্রসাদী।
-
গ্রহস্বর-গা।