বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
নিভৃত প্রাণের
দেবতা
যেখানে জাগেন একা
পাঠ ও পাঠভেদ:
নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা,
ভক্ত, সেথায় খোলো দ্বার- আজ লব তাঁর দেখা ॥
সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহি রে,
সন্ধ্যাবেলার আরতি হয় নি আমার শেখা ॥
তব জীবনের আলোতে জীবনপ্রদীপ জ্বালি,
হে পূজারি, আজ নিভৃতে সাজাব আমার থালি।
যেথা নিখিলের সাধনা পূজালোক করে রচনা
সেথায় আমিও ধরিব একটি জ্যোতির রেখা ॥
পাণ্ডুলিপির পাঠ: [ RBVBMS 478] [নমুনা (কাটাকুটি) ৪৬] [ পরিমার্জিত রূপ ৪৮]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড [ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ, গীতাঞ্জলি, গান সংখ্যা ৪৪, পৃষ্ঠা ৩৩৪] [নমুনা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩১৭ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতাঞ্জলি' থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
প্রথম সংস্করণ [ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩১৭। ৫১ সংখ্যক গান। পৃষ্ঠা ৬২] [নমুনা]
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। গীতাঞ্জলি। ৫০ সংখ্যক গান। পৃষ্ঠা ৪২-৪৩। স্বতন্ত্রপাঠ : রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। গ্রন্থপরিচয় (গীতাঞ্জলি)। পৃষ্ঠা ৪৯৫-৯৬।
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ২৬] [নমুনা]
সঙ্গীত-গীতাঞ্জলি [১৯২৭ খ্রিষ্টাব্দ। ১৩৩৪ বঙ্গাব্দ। ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল]
স্বরবিতান অষ্টাত্রিংশ (৩৮) খণ্ডের ২য় গান। পৃষ্ঠা ৮-৯। [নমুনা]
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮৩১ শকাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। পূরবী -একতাল। পৃষ্ঠা ১৭৮।
সঙ্গীত প্রকাশিকা (মাঘ ১৩১৬ বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
ভীমরাও শাস্ত্রী। সঙ্গীত গীতাঞ্জলি
রাগ-পূরবী। তাল-একতাল। [স্বরবিতান-৩৮]
গ্রহস্বর-স। লয়-মধ্য।
রাগ: পূরবী। তাল : একতাল [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৬৩।
রাগ: পূরবী। তাল : একতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ১০৯।
বাউলাঙ্গ।