স্বরবিতান-৩৮
এই গ্রন্থের চৈত্র১৩৮০ বঙ্গাব্দে প্রকাশিত গ্রন্থের ৮৯ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।

স্বরবিতান অষ্টাত্রিংশ খণ্ড প্রকাশিত হয় পৌষ ১৩৬১ সালে। এই খণ্ডের সম্পাদনার দায়িত্ব বহন করেন ইন্দিরাদেবী চৌধুরানী।  এই গ্রন্থে ‘গীতাঞ্জলি’ কাব্যের অন্তর্গত ত্রিশটি গানের স্বরলিপি মুদ্রিত। ইহার মধ্যে চব্বিশটি গানের সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় –কৃত স্বরলিপি ছয় খন্ড ‘গীতলিপি’ (১৯১০-১৯১৮ খৃস্টাব্দ) গ্রন্থে পূর্বে প্রকাশিত হইয়াছিল। ২৭-সংখ্যক গানের স্বরলিপিও সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় –কৃত ও পাণ্ডুলিপি হইতে সংকলিত। ১৬ ও ৩০ –সংখ্যক গানের স্বরলিপি ভীমরাও শাস্ত্রী –কৃত ও ‘সংগীত-গীতাঞ্জলি’ হইতে গৃহীত। ১০ ও ২৫ –সংখ্যক গানের ভীমরাও শাস্ত্রী –কৃত স্বরলিপি পূর্বে ‘সংগীত-গীতাঞ্জলি’ গ্রন্থে প্রকাশিত হইয়াছিল। -১০-সংখ্যক গানের আভোগের দুটি ছত্র পরে আবিষ্কৃত ও সংকলিত হওয়ায়, উহার সুর-সন্নিবেশ অন্তরার অনুযায়ী ইন্দিরাদেবী চৌধুরানী –কর্তৃক লিপিবদ্ধ, ও মূল-স্বরলিপির শেষে মুদ্রিত। দিনেন্দ্রনাথ ঠাকুর –কৃত ১৭-সংখ্যক গানের স্বরলিপি ‘গীতলেখা’র দ্বিতীয় ভাগ হইতে এবং ৮ ও ২০ –সংখ্যক গানের ভিন্ন ছন্দসংবলিত দ্বিতীয় স্বরলিপি ‘বৈতালিক’ গ্রন্থ হইতে সংকলিত। এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানের সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ, রচনাকাল ও প্রকাশকাল সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে (চৈত্র ১৩৮০) সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস। চৈত্র ১৩৮০

 

এই গ্রন্থে গৃহীত গানের স্বরলিপিগুলির তালিকা নিচে তুলে ধরা হলো।
 

আজি এই গন্ধবিধুর সমীরণে [প্রকৃতি-২৫২] [তথ্য] [নমুনা]
আজি বসন্ত জাগ্রত দ্বারে [প্রকৃতি-১৯০] [তথ্য] [নমুনা]
আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান [পূজা-২৩] [তথ্য] [নমুনা]
আর নাই রে বেলা [প্রেম-৮৪] [তথ্য] [নমুনা]
আলোয় আলোকময় করে হে [ পূজা-৩১৯ ] [তথ্য] [নমুনা]
এই করেছ ভালো [পূজা-২২৩] [তথ্য] [নমুনা]
এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ [পূজা-৫২৬] [তথ্য] [নমুনা]
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কার [পূজা-৫০৪] [তথ্য] [নমুনা]
ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর [বিচিত্র ৭৩] [তথ্য] [নমুনা]
কোন্ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে [পূজা-৫৫৭] [তথ্য] [নমুনা]
গায়ে আমার পুলক লাগে [পূজা-৩১৮] [তথ্য] [নমুনা]
জানি জানি কোন্ আদি কাল হতে [পূজা-২৯৭] [তথ্য] [নমুনা]
জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো[পূজা-৯৫] [তথ্য] [নমুনা]
জীবনে যত পূজা হল না সারা [পূজা-২৯৬ ] [তথ্য] [নমুনা]
তুমি এবার আমায় লহো হে নাথ [পূজা-১২০] [তথ্য] [নমুনা]
তুমি কেমন করে গান করো হে গুণী [পূজা-৪] [তথ্য] [নমুনা]
তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি [পূজা-১৩০] [তথ্য] [নমুনা]
দাও হে আমার ভয় ভেঙে দাও [পূজা ও প্রার্থনা-২৮] [তথ্য] [নমুনা]
নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা [পূজা-৩০০] [তথ্য] [নমুনা]
নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে [পূজা-২৭১] [তথ্য] [নমুনা]
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে [পূজা-৩১৫] [তথ্য] [নমুনা]
প্রভু, তোমা লাগি আঁখি জাগে [পূজা-১৩৮] [তথ্য] [নমুনা]
বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার [পূজা-১৩৬] [তথ্য] [নমুনা]
যতবার আলো জ্বালাতে চাই [পূজা-১৬৫] [তথ্য] [নমুনা]
যদি তোমার দেখা না পাই,প্রভু [পূজা-১৩৯] [তথ্য] [নমুনা]
যা হারিয়ে যায় তা আগলে ব’সে রইব কত আর [পূজা-২৩৯] [তথ্য] [নমুনা]
যেথায় থাকে সবার অধম [পূজা-৪৯০] [তথ্য] [নমুনা]
রূপসাগরে ডুব দিয়েছি [পূজা-৬০৭] [তথ্য] [নমুনা]
সে যে পাশে এসে বসেছিলি [প্রেম-২৬৭] [তথ্য] [নমুনা]
হেথা যে গান গাইতে আসা [পূজা-২২] [তথ্য] [নমুনা]