বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আমায় ছজনায় মিলে পথ দেখায় বলে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
পূজা
ও প্রার্থনা:
৩৮
আমায় ছজনায় মিলে পথ দেখায় বলে
পদে পদে পথ ভুলি হে।
নানা কথার ছলে নানা মুনি বলে, সংশয়ে তাই দুলি হে॥
তোমার কাছে যাব এই ছিল সাধ,
তোমার বাণী শুনে ঘুচাব প্রমাদ,
কানের কাছে সবাই করিছে বিবাদ–
শত লোকের শত বুলি হে॥
কাতর প্রাণে আমি তোমায় যখন যাচি
আড়াল ক’রে সবাই দাঁড়ায় কাছাকাছি,
ধরণীর ধুলো তাই নিয়ে আছি–
পাই নে চরণধূলি হে॥
শত ভাগ মোর শত দিকে ধায়,
আপনা-আপনি বিবাদ বাধায়–
কারে সামালিব, একি হল দায়–
একা যে অনেকগুলি হে॥
আমায় এক করো তোমার প্রেমে বেঁধে,
এক পথ আমায় দেখাও অবিচ্ছেদে–
ধাঁদার মাঝে প’ড়ে কত মরি কেঁদে–
চরণেতে লহো তুলি হে॥
- পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
- পাঠভেদ:
পাঠান্তর আছে।
আমায় ছ-জনায় মিলে পথ দেখায় ব’লে : রাজর্ষি।
বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত
রবীন্দ্ররচনাবলী দ্বিতীয় খণ্ড।
: স্বরবিতান ২২
আমায় ছজনায় মিলে পথ দেখায় বলে
:
গীতবিতান।
আড়াল ক’রে সবাই দাঁড়ায় কাছাকাছি, : ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ২ (১১ মাঘ ১৩১২)
: স্বরবিতান ২২
আড়াল করে সবাই দাঁড়ায় কাছাকাছি, : রাজর্ষি।
বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত
রবীন্দ্ররচনাবলী দ্বিতীয় খণ্ড।
:
গীতবিতান।
-
তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১১ মাঘ ১২৯৩ বঙ্গাব্দ শনিবার ২৩ জানুয়ারি ১৮৮৬ তারিখে
সপ্তপঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটিসহ ২৬টি
নতুন গান পরিবেশিত হয়েছিল। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই অনুষ্ঠান উপলক্ষে
এই গানগুলো রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৫ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৫ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী মুলতান- তাল একতালা। পৃষ্ঠা: ৪৫৭]
[নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫
বঙ্গাব্দ] ব্রহ্মসঙ্গীত। রাগিণী মুলতান- তাল
একতালা
[নমুনা
প্রথমাংশ
শেষাংশ]
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী মুলতান- তাল একতালা। পৃষ্ঠা: ২৬৭।
[নমুনা]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০] রাগিণী মুলতান- তাল একতালা। গান সংখ্যা: ৩৪৪। পৃষ্ঠা: ৩৪৪-৩৪৫ [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 'গান' অংশ থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১৪৬-১৪৭]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
পূজা ও প্রার্থনা পর্যায়ের
৩৮।
- ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)] পৃষ্ঠা: ১৩৭-১৩৮ [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
রাজর্ষি (১২৯৩) । ধ্রুবের গান, ঊনত্রিংশ পরিচ্ছেদ । বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী দ্বিতীয় খণ্ড।
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)।
ভীমপলশ্রী-একতালা। কাঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী মুলতান- তাল
একতালা। গান সংখ্যা ৩৪৪। পৃষ্ঠা:
১০৩৯।
[নমুনা]
-
স্বরবিতান দ্বাবিংশ (২২) খণ্ডের ৪ সংখ্যক গান।
পৃষ্ঠা ১৩-১৫।
[নমুনা]
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
-
সুর ও তাল:
-
রাগ-মিশ্র-ভীম-পলশ্রী।
তাল-একতাল। [স্বরবিতান-২২]
-
রাগ: ভীমপলশ্রী। তাল: একতাল।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৮]
-
রাগ: ভীমপলশ্রী, মুলতান। তাল: দাদরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৪।]
-
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
-
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
-
গ্রহস্বর: জ্ঞা।
-
লয়: মধ্যলয়।