বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
		শিরোনাম: 
কেন ধরে রাখা, ও যাবে চলে
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ:	প্রেম
	২৪১
	
		
 কেন ধরে রাখা, ও যাবে চলে
        
                মিলনযামিনী গত হলে॥
			স্বপনশেষে নয়ন মেলো,  নিব-নিব দীপ নিবায়ে ফেলো― 
                
        কী হবে শুকানো ফুলদলে॥
        
			জাগে শুকতারা, ডাকিছে পাখি,
                    
        উষা সকরুণ অরুণ-আঁখি।
			এসো প্রাণপণ হাসিমুখে   বলো 'যাও সখা ! থাকো সুখে'―
        
        ডেকো না, রেখো না আঁখিজলে॥
		
	
	- পাণ্ডুলিপির পাঠ:
	পাওয়া যায়নি।
- 
	 পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
	- 
	ক. রচনাকাল ও স্থান: 
	১৩০৪ বঙ্গাব্দের ভাদ্রের ২৮ তারিখের 
	মধ্যে এই গানটি রচিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৩৬ বৎসর ৪ মাস বয়সের 
	রচনা [সূত্র : গীতবিতান কালানুক্রমিক সূচী। 
	প্রভাতকুমার মুখোপাধ্যায়]
 
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	- গ্রন্থ
- 
		 
		গান 
	 
		
-  
		গীতবিতান
			- 
			প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
			 
				[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
				 ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত 
				সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: 
					২১৭-২১৮]
				[নমুনা:
				প্রথমাংশ,
				শেষাংশ]
 
- 
		স্বরবিতান
		
		দশম
			(১০) 
			খণ্ডের (পৌষ 
			১৪১৩ বঙ্গাব্দ)
			২৮ 
			সংখ্যক 
গান
			পৃষ্ঠা : 
		৮৭-৮৯।[নমুনা]
- 
	বীণাবাদিনী (আশ্বিন ১৩০৪ বঙ্গাব্দ) ।
ইন্দিরাদেবী চৌধুরানীকৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল ।
- নবীন, দ্বিতীয় পর্বের 
			প্রথম গান  (রবীন্দ্র রচনাবলী, বিশ্বভারতী, আষাঢ় ১৩৯৩ বঙ্গাব্দ, 
			পৃষ্ঠা ৭৫)।
 
 
	- গ. 
	সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	-  স্বরলিপিকার: 
	 
	ইন্দিরাদেবী চৌধুরানী। 
	
 [ 
	ইন্দিরাদেবী চৌধুরানী-কৃত 
		রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- সুর ও তাল: 
	 
	
		- 
		স্বরবিতান
		
		দশম
			(১০)
			খণ্ডের (পৌষ 
			১৪১৩ বঙ্গাব্দ)
		
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের 
			হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে মিশ্র কালাংড়া ও একতাল
			
 [একতাল 
			তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
মিশ্র 
			কালাংড়া 
		সুরে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : মিশ্র  কালাংড়া। [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৭]
		
- 
রাগ 
			কালাংড়া। তাল: একতাল [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
(প্যাপিরাস, 
জানুয়ারি ১৯৯৩)। 
			পৃষ্ঠা: ৪৬]
- 
			রাগ: কালেংড়া। তাল: একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
			পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৪।] 
			
- গ্রহস্বর: গা।
- লয়: মধ্য।