বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
কেন ধরে রাখা, ও যাবে চলে

পাঠ ও পাঠভেদ:

 কেন ধরে রাখা, ও যাবে চলে
         মিলনযামিনী গত হলে॥
স্বপনশেষে নয়ন মেলো, নিব-নিব দীপ নিবায়ে ফেলো―
        কী হবে শুকানো ফুলদলে॥
জাগে শুকতারা, ডাকিছে পাখি,
        উষা সকরুণ অরুণ-আঁখি।
এসো প্রাণপণ হাসিমুখে বলো 'যাও সখা ! থাকো সুখে'―
        ডেকো না, রেখো না আঁখিজলে॥