সূচিপত্রস্বরবিতান দশম খণ্ড প্রকাশিত হয় আষাঢ় ১৩৫৭ সালে। এই খণ্ডের সম্পাদনার দায়িত্ব বহন করেন ইন্দিরাদেবী চৌধুরাণী। এই গ্রন্থে ত্রিশটি গানের স্বরলিপি সংকলিত। ইহার মধ্যে ১-৫, ৭, ৮, ১০-২১ ও ২৩ -সংখ্যক গানের স্বরলিপি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর -কর্তৃক 'সঙ্কলিত ও ব্যাখ্যাত স্বরলিপি-গীতিমালা' (১৩০৪) গ্রন্থে প্রকাশিত হইয়াছিল। ৬, ৯, ২২, ২৪-২৭ ও ২৯ -সংখ্যক গানের স্বরলিপি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর -সম্পাদিত 'বীণাবাদিনী' (১৩০৪-১৩০৫) পত্রিকা হইতে সংকলিত। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত ১০-সংখ্যক গানের স্বরলিপি 'সাধনা' পত্রিকার ১৩০১ ভাদ্র সংখ্যায় প্রকাশিত হইয়াছিল। ৬, ৭, ১৩, ২৮ ও ৩০ -সংখ্যক গানের স্বরলিপি ইন্দিরাদেবী চৌধুরাণী -কৃত ও যথাক্রমে 'সাধনা' পত্রিকার ১২৯৯ বৈশাখ, ১২৯৯ ভাদ্র-আশ্বিন, ১৩০১ আশ্বিন সংখ্যায়, 'বীণাবাদিনী' পত্রিকার ১৩০৪ আশ্বিন সংখ্যায় ও 'সঙ্গীত-প্রকাশিত' পত্রিকার ১৩১৩ জ্যৈষ্ঠ্ সংখ্যায় প্রকাশিত হইয়াছিল। অমলা দাশ -কর্তৃক গীত গ্রামোফোন রেকর্ডের সুর অনুসারে ১৭-সংখ্যক গানের দ্বিতীয় স্বরলিপি ইন্দিরাদেবী চৌধুরানী -কৃত। পাঠান্তর-সংবলিত ২৭-সংখ্যক গানের সুরান্তরের স্বরলিপি অনাদিকুমার দস্তিদার -কর্তৃক লিখিত ও দিনেন্দ্রনাথ ঠাকুর -কর্তৃক অনুমোদিত হইয়া 'ঝঙ্কার' পত্রিকার ১৩৪২ জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হইয়াছিল। ৭, ৮, ২০, ২৩ ও ২৪ -সংখ্যক গানের গীতিরীতি সম্পর্কে বিশেষ অবহিত হওয়া আবশ্যক।
এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানের সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল বিষয়ে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে (শ্রাবণ ১৩৭৪) সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন
শ্রীপ্রফুল্লকুমার দাস। ভাদ্র ১৩৮৯
আমার নাইবা হলো পারে যাওয়া [বিচিত্র-১২]
[তথ্য]
[নমুনা]
আমার পরান লয়ে কী খেলা [প্রেম-৩১]
[তথ্য]
[নমুনা]
আমার মন মানে না [প্রেম-৫৮] [তথ্য]
[নমুনা]
আমারে করো তোমার বীণা [পূজা ও প্রার্থনা- ৫৯]
[তথ্য]
[নমুনা]
আমি নিশি নিশি কত [প্রেম-৩০৩]
[তথ্য]
[নমুনা]
একি আকুলতা ভুবনে [প্রকৃতি ৩] [তথ্য]
[নমুনা]
ওগো এত প্রেম-আশা [প্রেম-৩০২]
[তথ্য]
[নমুনা]
ওগো শোনো কে বাজায় [প্রেম-৫৬]
[তথ্য]
[নমুনা]
কত কথা তারে ছিল বলিতে [প্রেম-৩৭]
[তথ্য]
[নমুনা]
কী রাগিণী বাজালে হৃদয়ে [প্রেম-৫৫]
[তথ্য]
[নমুনা]
কেন ধরে রাখা [প্রেম-২৪১]
[তথ্য]
[নমুনা]
কেন নয়ন আপনি ভেসে যায় [প্রেম-২৪৬] [তাসের দেশ]
[তথ্য]
[নমুনা]
চিত্ত পিপাসিত রে [প্রেম-১]
[তথ্য]
[নমুনা]
তুমি কোন্ কাননের ফুল [প্রেম-৩৬৩]
[তথ্য]
[নমুনা]
তুমি যেয়ো না এখনি [প্রেম-১৫২] [তথ্য]
[নমুনা]
তুমি রবে নীরবে হৃদয়ে মম [প্রেম-৬২]
[তথ্য]
[নমুনা]
তুমি সন্ধ্যার মেঘমালা [প্রেম-৩৬, প্রেম ও প্রকৃতি-৫৬]
[তথ্য]
[নমুনা]
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও [বিচিত্র-১৩১]
[তথ্য]
[নমুনা]
তোমার গোপন কথাটি [প্রেম-৬৩]
[তথ্য]
[নমুনা]
পুষ্পবনে পুষ্প নাহি [প্রেম-১৪১]
[তথ্য]
[নমুনা]
বাঁশরি বাজাতে চাহি [প্রেম-৩০৫]
[তথ্য]
[নমুনা]
বেলা গেল তোমার পথ চেয়ে [পূজা-১৪৮]
[তথ্য]
[নমুনা]
মধুর মধুর ধ্বনি বাজে [বিচিত্র-১০]
[তথ্য] [নমুনা]
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি [প্রেম-১৩৮]
[তথ্য]
[নমুনা]
যদি বারণ কর তবে গাহিব না।
[প্রেম-১২২]
[তথ্য]
[নমুনা]
শুধু যাওয়া আসা [বিচিত্র-৬৯]
[তথ্য]
[নমুনা]
সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার [প্রেম-৩২]
[তথ্য]
[নমুনা]
সে আসে ধীরে [প্রেম-১৪০]
[তথ্য]
[নমুনা]
সেই তো বসন্ত ফিরে এল [প্রকৃতি-২৭৮]
[তথ্য]
[নমুনা]
হৃদয়ের এ কূল, ও কূল [প্রেম-৮২]
[তথ্য]
[নমুনা]