বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
তুমি    যেয়ো না এখনি।

পাঠ ও পাঠভেদ:

     তুমি    যেয়ো না এখনি।

    এখনো আছে রজনী

    পথ বিজন  তিমিরসঘন,

কানন মণ্টকতরুগহন-আঁধারা ধরণী

বড়ো সাধে জ্বালিনু দীপ, গাঁথিনু মালা-

চিরদিনে, বঁধু, পাইনু হে তব দরশন।

  আজি যাব অকূলের পারে,

ভাসাব প্রেমপারাবারে  জীবনতরণী