বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
মধুর মধুর ধ্বনি বাজে
পাঠ ও পাঠভেদ:
         মধুর মধুর ধ্বনি বাজে
         হৃদয়কমলবনমাঝে॥
   নিভৃতবাসিনী বীণা পাণি অমৃতমুরতিমতী বাণী
   হিরণকিরণ ছবিখানি— পরানের কোথা সে বিরাজে॥
  মধুঋতু জাগে দিবানিশি  পিককুহরিত দিশি দিশি।
  মানসমধুপ পদতলে  মুরছি পড়িছে পরিমলে।
এসো দেবী, এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে—
  গোপনে থেকো না মনোলোকে  ছায়াময় মায়াময় সাজে॥