বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো
পাঠ ও পাঠভেদ:
আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো
পরানপ্রিয়।
কোথা হতে ভেসে কূলে লেগেছে চরণমূলে
তুলে দেখিয়ো॥
এ নহে গো তৃণদল, ভেসে-আসা ফুলফল—
এ যে ব্যথাভরা মন মনে রাখিয়ো॥
কেন আসে কেন যায় কেহ না জানে।
কে আসে কাহার পাশে কিসের টানে।
রাখ যদি ভালোবেসে চিরপ্রাণ পাইবে সে,
ফেলে যদি যাও তবে বাঁচিবে কি ও॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড। (মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ)। বিবিধ। কানাড়া পৃষ্ঠা: ২৩ [নমুনা: ২৩]
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ৮৭-৮৮। [নমুনা: ৮৭, ৮৮ ]
কাব্যগ্রন্থ দশম খণ্ড (ইন্ডিয়ান প্রেস)
কাব্যগ্রন্থাবলী (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০৩)
গান
কানাড়া।
পৃষ্ঠা: ২১।
[নমুনা]
ইন্ডিয়ান প্রেস ১৩১৬
ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)
স্বরবিতান
দশম
(১০) খণ্ডের (পৌষ ১৪১৩) ৮ সংখ্যক গান। পৃষ্ঠা
২৮-২৯।
পত্রিকা:
ভারতী (অগ্রহায়ণ ১২৯৯)।
ভারতী ও বালক (পৌষ ১২৯৯)
সাধনা (মাঘ ১২৯৯)
রাগ : কানাড়া। তাল : মধ্যমান। [স্বরবিতান দশম খণ্ড (পৌষ ১৪১৩)]
রাগ : কানাড়া। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
রাগ: কানাড়া। তাল: মধ্যমান। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩০]।
রাগ: সিন্ধু, খাম্বাজ। তাল: মধ্যমান। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৭]
স্বরবিতান দশম খণ্ডের (পৌষ ১৪১৩) ৯৭ পৃষ্ঠায় এই গানটি সম্পর্কে বলা হয়েছে...'গীতিরীতি সম্পর্কে বিশেষ অবহিত হওয়া আবশ্যক।' এই 'গীতিরীতি'টি কি তা উল্লেখ করা হয় নি
গ্রহস্বর: রসা।
লয়: মধ্য