বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: 
হৃদয়ের এ 
কূল, ও কূল, দু কূল ভেসে যায়
পাঠ ও পাঠভেদ:  
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম
	: 
	৮২
	
		
			
হৃদয়ের এ 
কূল, ও কূল, দু কূল ভেসে যায়, হায় সজনি,
    উথলে 
নয়নবারি।
    যে 
দিকে চেয়ে দেখি ওগো সখী,
        
কিছু আর চিনিতে না পারি॥
পরানে 
পড়িয়াছে টান,
    ভরা 
নদীতে আসে বান,
            আজিকে কী ঘোর তুফান  সজনি গো,
                    বাঁধ আর বাঁধিতে নারি॥
কেন এমন 
হল গো, আমার এই নবযৌবনে।
    সহসা 
কী বহিল কোথাকার কোন্ পবনে।
    হৃদয় 
আপনি উদাস, মরমে কিসের হুতাশ-
    জানি 
না কী বাসনা, কী বেদনা গো-
কেমনে 
আপনা নিবারি॥
			
		
	
	- 
	
	পাণ্ডুলিপির পাঠ: 
	পাওয়া যায়নি।
- 
	
	পাঠভেদ: 
	   
	কেমনে 
	আপনা নিবারি        : স্বরলিপি-গীতিমালা (১৩০৪)
 আপনা কেমনে নিবারি        : গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
- 
	
	
	তথ্যানুসন্ধান
		- 
		
		ক. রচনাকাল ও স্থান:  ১৩০০ 
		বঙ্গাব্দের ২৭ আষাঢ় [১০ জুলাই ১৮৯৩] তারিখে সাজাদপুরে দুটি গান রচনা করেন।
		এই সময় রবীন্দ্রনাথের 
		বয়স ছিল ৩২ বৎসর ৩ মাস।
 
- 
		
		খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
			
			গ্রন্থ: 
			
- কাব্যগ্রন্থ 
				
- 
কাব্যগ্রন্থাবলী
		[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। 
				গান। বিভাস। পৃষ্ঠা: ৪২৯] 
		[নমুনা]
		
- গান 
				
- গীতবিতান
					- 
	প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩  বঙ্গাব্দ) 
					'গান' অংশ থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ৯৮-৯৯ ][নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: প্রেম ৮২,
	উপবিভাগ: প্রেম বৈচিত্র্য-৫৫, পৃষ্ঠা: । [নমুনা]
 
- 
	স্বরবিতান দশম
					(১০) খণ্ড (বিশ্বভারতী, পৌষ ১৪১৩), গান সংখ্যা: ১৮,  পৃষ্ঠা ৫৯-৬০।  
	[নমুনা]
 
- 
			
			রেকর্ডসূত্র:
- 
প্রকাশের 
			কালানুক্রম: গানটি 
			প্রথম প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৫ বৎসর বয়সে।
 
 
- 
		
		গ.সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
		
		
			- 
			
			স্বরলিপি:
			
			[স্বরলিপি]
- 
			
			
			স্বরলিপিকার:
			
	স্বরবিতান দশম
					(১০) 
		 খণ্ডের (পৌষ ১৪১৩) সুরভেদ/ছন্দোভেদ পত্রে জ্যোতিরিন্দ্রনাথ 
			ঠাকুর-কৃত স্বরলিপিটি মুদ্রিত আছে। এই স্বরলিপিটি আড়-খেমটায় নিবদ্ধ। 
			
 
- 
			
			সুর 
			ও 
			তাল:
				- 
				
				স্বরবিতান
				দশম (১০)
				
				খণ্ডে (বিশ্বভারতী,পৌষ ১৪১৩) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ রয়েছে 
				মিশ্র বিভাস ও দাদরা।
- 
				
				রাগ : বিলাবল। 
				পূর্বমুদ্রিত রাগ মিশ্র বিভাস[রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। 
				ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। 
				সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩]
- 
				
				রাগ : 
				বিভাস-কীর্তন। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: 
				রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
				
				
				পৃষ্ঠা: ৮৪।
- 
				
	
				রাগ: 
				বাউল।
				তাল: দাদরা। [রাগরাগিণীর 
				এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ 
				রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], 
				পৃষ্ঠা: ১৪৬।
 
- 
			
			বিষয়াঙ্গ:
- 
			
			সুরাঙ্গ:
			
- 
			
			
			গ্রহস্বর: 
			সা।
- 
			
			
			লয়: 
			মধ্য।