বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কেন ধরে রাখা, ও যাবে চলে
পাঠ ও পাঠভেদ:
কেন নয়ন আপনি ভেসে যায় জলে।
কেন মন কেন এমন করে॥
যেন সহসা কী কথা মনে পড়ে-
মনে পড়ে না গো তবু মনে পড়ে॥
চারি দিকে সব মধুর নীরব,
কেন আমারি পরাম কেঁদে মরে।
কেন মন কেন এমন কেন রে॥
যেন কাহার বচন দিয়েছে বেদন,
যেন কে ফিরে গিয়েছে অনাদরে-
বাজে তারি অযতন প্রাণের 'পরে।
যেন সহসা কী কথা মনে পড়ে-
মনে পড়ে না গো তবু মনে পড়ে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১২৯৯ বঙ্গাব্দের পূর্বে। রবীন্দ্রনাথ ১২৯৯ বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথমার্ধে সাজাদপুরে আসেন। এখান থেকে ৯ আষাঢ় [২২ জুন] তারিখে ইন্দিররদেবী চৌধরানীকে একটি চিঠি লেখেন। এই চিঠিতে- 'জলে নয়ন আপনি ভেসে যায়' -এর উল্লেখ পাওয়া যায়। এই বিচারে মনে হয়- কবিতা বা হিসাবে রবীন্দ্রনাথ এই সময়ের আগেই রচনা করেছিলেন। এটি গান হিসাবে পরে- ইন্দিরাদেবী চৌধুরানী-কৃত স্বরলিপি-সহ 'সাধনা' নামক পত্রিকার ভাদ্র-আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়েছিল। পত্রিকায় প্রকাশের সময়- পাদটীকায় লিখা হয়েছিল- 'শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত গানৱ।' এই বিচারে বলা যায় যে- রবীন্দ্রনাথের ৭২ বৎসর বয়সের আগের রচনা।
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ১৪৫-১৪৬। [প্রথমাংশ, শেষাংশ]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। ভৈরবী-কাওয়ালি। পৃষ্ঠা ৪৩৬] [নমুনা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 'গান' অংশ থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১১৭] [নমুনা]
গীতবিতানের প্রেম (প্রেম বৈচিত্র্য-২১৬) পর্যায়ের ২৪৬ সংখ্যক গান।
তাসের দেশ (মাঘ ১৩৪০)। চতুর্থ দৃশ্য, টেক্কানীর গান। রবীন্দ্ররচনাবলী ২৩ খণ্ড। পৃষ্ঠা : ১৮৮।
স্বরবিতান দশম (১০) খণ্ডের গান। ৭ম গান। পৃষ্ঠা ২৪-২৭।
স্বরলিপি-গীতি-মালা চতুর্থখণ্ড (১৩৪৮)। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান দ্বাদশ (১২, তাসের দেশ) খণ্ডের গান। বাণী অংশ : পৃষ্ঠা ৩৮। স্বরলিপি অংশ : ৮৪-৮৬।
পত্রিকা:
সাধনা (ভাদ্র-আশ্বিন ১২৯৯)। ইন্দিরাদেবীকৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রাগ-তাল : ভৈরবী-একতাল। [স্বরবিতান-১০]
রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
রাগ: ভৈরবী। তাল: একতাল [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯৯৩)। পৃষ্ঠা: ৪৬]
রাগ: ভৈরবী। তাল: একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৪।]
গ্রহস্বর-রা। লয়- মধ্য।