স্বরবিতান-১২
তাসের দেশ
স্বরবিতান ১২ মূলত 'তাসের দেশ' নামক গীতিনাট্যের স্বরলিপি গ্রন্থ। তবে এর সাথে সংলাপ অংশও আছে।
এই গ্রন্থের পৌষ ১৪১২ মুদ্রণের ৯৫ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।
‘তাসের দেশ’ স্বরলিপি-গ্রন্থ (স্বরবিতান ১২) প্রকাশিত হয় ভাদ্র ১৩৫৭ সালে। ‘খরবায়ু বয় বেগে’ গানের স্বরলিপি দিনেন্দ্রনাথ ঠাকুর –কৃত ও স্বরবিতান তৃতীয় খণ্ড হইতে গৃহীত। ‘কেন নয়ন আপনি ভেসে যায়’ গানটি বর্তমানে গ্রন্থে অংশতঃ ব্যবহৃত হইয়াছে; সম্পূর্ণ গানটির ইন্দিরাদেবী চৌধুরানী –কৃত স্বরলিপি স্বরবিতান দশম খণ্ডে মুদ্রিত আছে।
‘তাসের
দেশ’
১৩৪০ সালের ভাদ্র মাসে প্রথম প্রকাশিত হয়। ‘সংশোধিত
ও পরিবর্ধিত’
দ্বিতীয় সংস্করণ ১৩৪৫ সালের মাঘ মাসে প্রকাশিত। অভিনয়ার্থী ও গীতশিক্ষার্থীদের
সুবিধার জন্য এই গ্রন্থে নাটক ও স্বরলিপি উভয়ই মুদ্রিত হইয়াছে।
এই সংস্করণটি দেখুন
:
তাসের দেশ- ১৩৪৫ সংস্করণ।
'তাসের দেশ' বাংলা ১৩৪০ সালের
ভাদ্র মাসে, চণ্ডালিকার সহিত একই সময়ে নৃত্যনাট্যের সহিত একই সময়ে, প্রথম বাহির হয়।
উক্ত সংস্করণে মলাটে দ্বিতীয় পৃষ্ঠায় নাটিকাটির সমসাময়িক অভিনয়-সংবাদটুকুও মুদ্রিত
হইয়াছিল-
প্রথম অভিনয়
ম্যাডান থিয়েটার
২৭শে, ২৮শে ও ৩০শ ভাদ্র
১৩৪০
১৩৪৫ সালের মাঘ মাসে 'তাসের দেশ'-এর যে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় তাহা বহুল
পরিমাণে 'সংশোধিত ও পরিবর্ধিত' সংস্করণ। রবীন্দ্র-রচনাবলীতে নাটিকাটির অধুনাপ্রচলিত
উক্ত পরিবর্ধিত পাঠই মুদ্রিত হইল। দ্বিতীয় সংস্করণ 'তাসের দেশ' সুভাষচন্দ্র বসু
উৎসর্গীকৃত হয়।
তাসের দেশ গ্রন্থটিকে রবীন্দ্রনাথ উৎসর্গ
করেছিলেন নেতাজী সুভাষচন্দ্র-কে। স্বরবিতান -১২-এর উৎসর্গ পত্রে উৎসর্গ পত্রটি হলো-
কল্যাণীয় শ্রীমান সুভাষচন্দ্র
স্বদেশের চিত্তে নূতন প্রাণসঞ্চার করবার পুণ্যব্রত তুমি গ্রহণ করেছ,
সেই কথা স্মরণ ক'রে, তোমার নামে 'তাসের দেশ' নাটিকা উৎসর্গ করলুম।
প্রথম সংস্করণের 'ভূমিকা' অংশ দ্বিতীয় সংস্করণে পরিবর্ধিত ও পরিশোধিত আকারে 'প্রথম
দৃশ্যে' পরিণত হইয়াছে। পত্রলেখা চরিত্র (বর্তমান গ্রন্থের পৃ. ১৬৩) নূতন সংযোজিত
হইয়াছে। রাজপুত্রের 'আমার মন বলে চাই চাই গো' (পৃ. ১৬৫) গানটি প্রথম সংস্করণে 'তোমার মন বলে চাই চাই গো' ইত্যাদি পাঠান্তরে রাজপুত্রের মায়ের গানরূপে ব্যবহৃত
হইয়াছিল। দ্বিতীয় সংস্করণে, সম্পূর্ণ তৃতীয় দৃশ্যটি এবং নিম্নে নির্দেশিত আটটি গান
নূতন যোগ করা হয়-
১.
খরবায়ু
বয় বেগে, চারি দিক ছায় মেঘে।
২.
গোপন কথাটি রবে না গোপনে
৩. তোলন নামন (তাসের কাওয়াজ)
৪. বলো, সখী, বলো তারি নাম
৫.
অজানা সুর কে দিয়ে যায় কানে কানে।
৬. কেন নয়ন আপনি ভেসে যায়
৭. গগনে গগনে ধায় হাঁকি
৮. বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও
রাজার মুখের ছড়া বা 'শাস্ত্রের ছন্দ'টিও ('শান্ত যেই জন, পৃ. ১৯০) নূতন। প্রথম
সংস্করণে ব্যবহৃত এই চারটি গান দ্বিতীয় সংস্করণে বর্জিত হইয়াছে-
১..হারে রে রে রে রে
২. হে মাধবী, দ্বিধা কেন
৩. হে নিরুপমা
৪. তুমি কোন্ পথে যে এলে, পথিক
১৭৪ পৃষ্ঠার শেষে মুদ্রিত
রাজপুত্রের স্তবগানটি প্রথম সংস্করণে পূর্ণতর আকারে এইরূপ ছিল-
জয় জয় তাসবংশ-অবতংস।
ক্রীড়াসরসীনীরে রাজহংস।
তাম্রকূট-ঘন-ধূম-বিলাসী,
তন্দ্রাতীরনিবাসী-
সব-অবকাশ-ধ্বংস
যমরাজেরই অংশ॥