তাসের দেশ-এর পরিচিতি
রবীন্দ্রনাথের রচিত নাটক
তাসের দেশের প্রচলিত পাঠ

কাহিনী উৎস:
রবীন্দ্রনাথের 'একট আষাঢ়ে গল্প' নামক গল্প 'সাধনা' পত্রিকার 'আষাঢ় ১২৯৯' সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এই গল্পটিকে তিনি নাট্যরূপ দেন ১৩৪০ বঙ্গাব্দে।

সংস্করণ:
'তাসের দেশ'-এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৩৪০ বঙ্গাব্দের ভাদ্র মাসে। ১৩৪০ বঙ্গাব্দের ভাদ্র মাসের২৭, ২৮ ও ৩০ তারিখে এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ম্যাডান থিয়েটারে।[তাসের দেশ প্রথম সংস্করণ , ১৩৪০]

১৩৪৫ খ্রিষ্টাব্দে তাসের দেশ-এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এই সংস্করণে ব্যাপক পরিবর্তন করা হয়। দ্বিতীয় সংস্করণ উৎসর্গ করা হয় নেতাজী সুভাষচন্দ্র বসুকে।
          [অক্ষর বিন্যাসকৃত পাঠ্য]
          [দ্বিতীয় সংস্করণের মূলগ্রন্থ]