বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
বাঁশরি বাজাতে চাহি
পাঠ ও পাঠভেদ:
বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই।
বিহরিছে সমীরণ, কুহরিছে পিকগণ,
মথুরার উপবন কুসুমে সাজিল ওই॥
বিকচ বকুলফুল দেখে যে হতেছে ভুল,
কোথাকার অলিকুল গুঞ্জরে কোথায়।
এ নহে কি বৃন্দাবন, কোথা সেই চন্দ্রানন,
ওই কি নূপুরধ্বনি, বনপথে শুনা যায়।
একা আছি বনে বসি, পীত ধড়া পড়ে খসি,
সোঙরি সে মুখশশী পরান মজিল সই॥
একবার রাধে রাধে ডাক্ বাঁশি
মনোসাধে ―
আজি এ মধুর চাঁদে মধুর
যামিনী ভায়।
কোথা সে বিধুরা বালা― মলিনমালতীমালা,
হৃদয়ে বিরহজ্বালা, এ নিশি পোহায় হায়।
কবি যে হল আকুল, একি রে বিধির ভুল,
মথুরায় কেন ফুল ফুটেছে আজি লো সই
॥
পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১২৯১ বঙ্গাব্দের মাঘ মাসে এই গানটি রচিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ২৩ বৎসর ৯ মাস বয়সের রচনা। [সূত্র : স্বরবিতান দশম (১০) খণ্ড (পৌষ ১৪১৩ বঙ্গাব্দ)]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। কড়ি ও কোমল। শিরোনাম মথুরায়। পৃষ্ঠা: ১১৪] [নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। সিন্ধু-একতালা। পৃষ্ঠা: ৩১-৩২] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
গীতবিতান
[কড়ি ও কোমল (১২৯৩
বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল।
পৃষ্ঠা:
৪০-৪১]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]