বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: বাঁশরি বাজাতে চাহি
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ৩০৫
বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই।
বিহরিছে সমীরণ, কুহরিছে পিকগণ,
মথুরার উপবন কুসুমে সাজিল ওই॥
বিকচ বকুলফুল দেখে যে হতেছে
ভুল,
কোথাকার অলিকুল গুঞ্জরে
কোথায়।
এ নহে কি বৃন্দাবন, কোথা সেই
চন্দ্রানন,
ওই কি নূপুরধ্বনি, বনপথে
শুনা যায়।
একা আছি বনে বসি, পীত ধড়া
পড়ে খসি,
সোঙরি সে মুখশশী পরান মজিল
সই॥
একবার রাধে রাধে ডাক্ বাঁশি
মনোসাধে-
আজি এ মধুর চাঁদে মধুর
যামিনী ভায়।
কোথা সে বিধুরা বালা― মলিনমালতীমালা,
হৃদয়ে বিরহজ্বালা, এ নিশি
পোহায় হায়।
কবি যে হল আকুল, একি রে
বিধির ভুল,
মথুরায় কেন ফুল ফুটেছে আজি লো সই
॥
- পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১২৯১ বঙ্গাব্দের মাঘ মাসে এই গানটি রচিত হয়। এই
বিচারে গানটি রবীন্দ্রনাথের ২৩ বৎসর ৯ মাস বয়সের রচনা।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কড়ি ও কোমল
- প্রথম সংস্করণ [আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯৩ বঙ্গাব্দ]। শিরোনাম:
মথুরায়। পৃষ্ঠা: ৩৪-৩৬
[নমুনা:
প্রথমাংশ]
দ্বিতীয়াংশ]
তৃতীয়াংশ]
- রবীন্দ্র-রচনাবলী দ্বিতীয় খণ্ড [বিশ্বভারতী শ্রাবণ ১৩৯১]
শিরোনাম: মথুরায়। পৃষ্ঠা: ৪৪-৪৫
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড [মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ]<
বিবিধ। সিন্ধু-একতালা।
পৃষ্ঠা: ৩৪
[নমুনা]
-
দ্বিতীয় খণ্ড
[১৯১৫ বঙ্গাব্দ। ইন্ডিয়ান প্রেস এলাহাবাদ] কড়ি ও কোমল। শিরোনাম: মথুরায়। পৃষ্ঠা: ২৩
[নমুনা]
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
কড়ি ও কোমল। শিরোনাম
মথুরায়। পৃষ্ঠা: ১১৪]
[নমুনা]
-
গান
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
(আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)।
সিন্ধু। একতালা । গান সংখ্যা ৪৮। পৃষ্ঠা: ২০৭।
[নমুনা:
প্রথমাংশংশ,
দ্বিতীয়াংশ,
শেষাংশ]
- গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ।
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কড়ি ও কোমল (১২৯৩ বঙ্গাব্দ)] থেকে গৃহীত
হয়েছিল। পৃষ্ঠা:
৪০-৪১]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম
বৈচিত্র্য-২৭৮) পর্যায়ের ৩০৫ সংখ্যক গান।
- বাঙালীর গান ( ১৩১২ বঙ্গাব্দ)। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত। সিন্ধু-একতালা। পৃষ্ঠা: ৬২৪-৬২৫
-
রবিচ্ছায়া
(সাধারণ
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ১১৩।
মিশ্র কাফি-একতালা। পৃষ্ঠা:
৯৬-৯৭।[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১) যোগিয়া বিভাস-একতালা। ২০৭ সংখ্যক
গান, সিন্ধু -একতালা।
পৃষ্ঠা: ১০১০
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
স্বরবিতান
দশম
(১০) খণ্ডের (পৌষ
১৪১৩
বঙ্গাব্দ)
৫
সংখ্যক গান। পৃষ্ঠা :
১৯-২০।
[নমুনা]
- স্বরলিপি-গীতিমালিকা
(১৩০৪ বঙ্গাব্দ)।
- পত্রিকা :
- 'প্রচার'
পত্রিকা (ফাল্গুন ১২৯১
বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ২৫৪
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
।
- সুর ও তাল:
-
স্বরবিতান
দশম
(১০)
খণ্ডের (পৌষ
১৪১৩
বঙ্গাব্দ)
সুরভেদ/ছন্দভেদ
অংশে বলা হয়েছে যে 'স্বরলিপি-গীতিমালিকা'য় উল্লিখিত তাল কাওয়ালি
(পৃষ্ঠা ১০০)।
-
স্বরবিতান
দশম
(১০)
খণ্ডের (পৌষ
১৪১৩
বঙ্গাব্দ)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের
হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে সিন্ধু-কাফি ও ত্রিতাল
- রাগ : কাফি বারোয়া। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭০]
-
রাগ: কাফি-সিন্ধু
তাল: ত্রিতাল
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা।
সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৯]।
- রাগ: সিন্ধু-কাফি। তাল:
ত্রিতাল [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১,
পৃষ্ঠা: ১২০।
-
গ্রহস্বর: সন্।
-
লয়: মধ্য।