রবীন্দ্রনথের রচিত কাব্যগ্রন্থ।
১২৯৩ বঙ্গাব্দের ২ অগ্রহায়ণ (১৭
নভেম্বর ১৮৮৬), গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল। এর আখ্যানপত্রে
উল্লেখ ছিল- কড়ি ও কোমল/শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর/শ্রী আশুতোষ
চৌধুরী কর্ত্তৃক সম্পাদিত।/৭৮ নং কলেজস্ট্রীট, পীপ্ল্স লাইব্রেরি হইতে প্রকাশিত।/
মূল্য এক টাকা।'
'কলকাতা/আদি ব্রাহ্মসমাজ যন্ত্রে/শ্রীকালিদাস চক্রবর্ত্তী দ্বারা মুদ্রিত।/৫৫ নং
অপর চিৎপুর রোড। সন ১২৯৩।'
পৃষ্ঠ: [৷৹] [২] +
২৬৩। মূদ্রণ সংখ্যা ৫০০।
বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত
রবীন্দ্ররচনাবলী দ্বিতীয় খণ্ডের (শ্রাবণ
১৩৯১) গ্রন্থ পরিচয় অংশে এই গ্রন্থ
সম্পর্কিত পাঠ।
গ্রন্থপরিচয়
কড়ি
ও কোমল'
আশুতোষ
চৌধুরী মহাশয়-কর্তৃক সম্পাদিত হইয়া ১২৯৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। আশুতোষ
চৌধুরী এই কবিতাগুলি 'যথোচিত পর্যায়ে সাজাইয়া' প্রকাশ করিয়াছিলেন।