বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ওগো কে যায় বাঁশরি বাজায়ে
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম : ৩০০
ওগো কে যায় বাঁশরি বাজায়ে
আমার ঘরে কেহ নাই যে।
তারে মনে পড়ে যারে চাই যে॥
তার আকুল পরান, বিরহের গান,
বাঁশি বুঝি গেল জানায়ে।
আমি আমার কথা তারে জানাব কী
করে, প্রাণ কাঁদে মোর তাই যে॥
কুসুমের মালা গাঁথা হল না, ধূলিতে প'ড়ে শুকায় রে।
নিশি হয় ভোর, রজনীর চাঁদ মলিন মুখ লুকায় রে।
সারা বিভাবরী কার পূজা করি যৌবনডালা সাজায়ে-
বাঁশিস্বরে হায় প্রাণ নিয়ে যায়, আমি কেন থাকি হায় রে॥
-
পাণ্ডুলিপির
পাঠ: পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১২৯৩ বঙ্গাব্দে এই গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের ২৫ বৎসর বয়সের রচনা।
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- কড়ি ও কোমল
- প্রথম সংস্করণ [আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯৩ বঙ্গাব্দ]। শিরোনাম:
গান।
পৃষ্ঠা: ১৯১
- রবীন্দ্র-রচনাবলী দ্বিতীয় খণ্ড [বিশ্বভারতী শ্রাবণ ১৩৯১] শিরোনাম:
গান।
পৃষ্ঠা: ৭৪
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড [মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ] বিবিধ। ঝিঁঝিট-একতালা। পৃষ্ঠা: ৩৫-৩৬ [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
দ্বিতীয় খণ্ড
[ইন্ডিয়ান প্রেস এলাহাবাদ। ১৯১৫ বঙ্গাব্দ] কড়ি ও কোমল।
শিরোনাম: গান। পৃষ্ঠা: ১১০।
[নমুনা]
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
কড়ি
ও কোমল। শিরোনাম গান। কালাংড়া পৃষ্ঠা: ১২৭]
[নমুনা]
- গান
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ।
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩]
কড়ি ও কোমল
(১২৯৩ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৪৮]
[নমুনা]
- দ্বিতীয় খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
প্রেম
(প্রেম
বৈচিত্র্য-২৭৩)
পর্যায়ের
৩০০
সংখ্যক গান।
স্বরবিতান পঞ্চাশত্তম
(৫০, শেফালি) খণ্ডের (চৈত্র ১৪১৩
বঙ্গাব্দ)
২৭
সংখ্যক গান।
পৃষ্ঠা : ৮৮-৮৯।
[নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- দিনেন্দ্রনাথ ঠাকুর।
[দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
- সুর ও তাল:
- স্বরবিতান পঞ্চাশত্তম
(৫০, শেফালি) খণ্ডের (চৈত্র ১৪১৩
বঙ্গাব্দ)
গৃহীত
গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত
স্বরলিপিতে
ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৩।৩ মাত্রা ছন্দে দাদরা
তালে
নিব্দ্ধ।
- রাগ :
রবীন্দ্র ভৈরব। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৫]
-
রাগ: রামকেলী। তাল: দাদরা।[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪১]
-
রাগ:
কালেংড়া, ভৈরবী।
তাল: দাদরা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৫।]
- গ্রহস্বর:
গা।
- লয়: মধ্য।