কাব্যগ্রন্থ
দ্বিতীয় খণ্ড প্রথম ভাগ
মোহিতচন্দ্র সেন সম্পাদিত
(১৯১৫ সংস্করণ (১৩১০ বঙ্গাব্দ)
বর্ণানুক্রমিক সূচি
-
অকূল সাগর মাঝে চলেছে
ভাসিয়া [নমুনা: ৪২৬, ৪২৭, ৪২৮]
- অভিমান করে' কোথায় গেলি [নমুনা: ৬৫, ৬৬]
- অধরের কোণে যেন অধরের ভাষা [নমুনা: ১১৭]
- অনন্ত দিবস রাত্রি কালের উচ্ছাস [নমুনা: ১৪৫]
- অন্ধকার তরুশাখা দিয়ে
[নমুনা: ৪১৭, ৪১৮]
- অশ্রুস্রোতে স্ফীত হয়ে' বহে বৈতরণী [নমুনা: ১৪২]
- আকাশের দুইদিক হ'তে দুইখানি মেঘ এল ভেসে [নমুনা: ১১৩]
- আজ কি তপন তুমি যাবে অস্তাচলে [নমুনা: ১৪৮
- আজি শরততপনে প্রভাতস্বপনে[প্রকৃতি-১৪১]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- আনন্দময়ীর আগমনে [নমুনা: ১৫, ১৬, ১৭, ১৮]
-
আপন প্রাণের গোপন বাসনা
[নমুনা:
৩৮৬, ৩৮৭]
- আপনি কণ্টক আমি, আপনি জর্জ্জর [নমুনা: ১৫৯]
- আবার মোরে পাগল করে [প্রেম ও প্রকৃতি ৪৯] [তথ্য] [নমুনা: ১৯৫, ১৯৬, ১৯৭, ১৯৮, ১৯৯]
- আমায় বলো না গাহিতে বোলো না [স্বদেশ-২২] [তথ্য] [নমুনা: ১৬৮, ১৬৯]
- আমায় রেখোনা ধরে আর [নমুনা: ৩৫]
- আমার এ গান তুমি যাও সাথে করে' [নমুনা: ১৪৯]
- আমার এ গান, মাগো, শুধু কি নিমেষে [নমুনা: ৮৬, ৮৭, ৮৮]
- আমার যৌবন-স্বপ্নে যেন ছেয়ে আছে বিশ্বের আকাশ [নমুনা: ১১২]
- আমারে ডেকো না আজি, এ নহে সময় [নমুনা: ১৫৫]
- আমি এ কেবল মিছে বলি [নমুনা: ২০০, ২০১, ২০২]
- আমি ধরা দিয়েছি গো আকাশের
পাখি [নমুনা:
১২১]
- আমি নিশি নিশি কত [প্রেম-৩০৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ,
শেষাংশ]
-
আমি রাত্রি, তুমি ফুল;
যতক্ষণ ছিলে কুঁড়ি [নমুনা:
৪৩১, ৪৩২]
-
আমি শুধু মালা গাঁথি
ছোট ছোট ফুলে [নমুনা: ১১১]
-
আর্দ্র তীব্র পূর্ব্ব বায়ু
বহিতেছে বেগে [নমুনা:
২১৭, ২১৮, ২১৯]
-
ইহাদের কর আশীর্ব্বাদ
[নমুনা: ৯৫,
৯৬, ৯৭]
-
উপরে স্রোতের ভরে ভাসে
চরাচর [নমুনা:
১৪৪]
-
এ মোহ ক দিন থাকে, এ মায়া
মিলায় [নমুনা:
১৩৫]
-
এ মুখের পানে চাহিয়া রয়েছ
[নমুনা:
৪১৯, ৪২০, ৪২১, ৪২২, ৪২৩]
-
এ যেনরে অভিশপ্ত প্রেতের
পিপাসা [নমুনা:
১৫২]
-
এ শুধু অলস মায়া, এ শুধু
মেঘের খেলা [নমুনা:
১৩৯]
-
একদা এলোচুলে কোন ভুলে
ভুলিয়া [নমুনা:
১৯৩, ১৯৪]
-
এত শীঘ্র ফুটিলি কেনরে
[নমুনা: ৩৭]
-
এত বড় এ ধরণী মহাসিন্ধু
ঘেরা [নমুনা:
৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২]
-
এমন দিনে তারে বলা যায় [প্রেম-২৪৮] [তথ্য]
[নমুনা: ৩৯১, ৩৯২]
-
এস, ছেড়ে এস, সখি,
কুসুম-শয়ন [নমুনা:
১৩৮]
-
ওই আদরের নামে ডেকো সখা
মোরে [নমুনা:
৪০, ৪১]
-
ওই তনুখানি তব আমি ভালবাসি
[নমুনা: ১২৪]
-
ওই দেহপানে চেয়ে পড়ে মোর
মনে [নমুনা:
১২৫]
-
ওই যে সৌন্দর্য্ লাগি'
পাগল ভুবন [নমুনা:
২৫১]
-
ওই শোন, ভাই বিশু
[নমুনা: ৩৭১, ৩৭২,
৩৭৩, ৩৭৪, ৩৭৫, ৩৭৬, ৩৭৭৭, ৩৭৮,৩৭৯, ৩৮০]
- ওগো এত প্রেম-আশা [প্রেম-৩০২]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
ওগো কে তুমি বসিয়া উদাস
মূরতি [নমুনা:
৩৬৪, ৩৬৫, ৩৬৬, ৩৬৭, ৩৬৮, ৩৬৯, ৩৭০]
-
ওগো কে যায় বাঁশরি বাজায়ে [প্রেম-৩০০]
[তথ্য]
[নমুনা]
-
ওগো তুমি, অমনি সন্ধ্যার
মত হও [নমুনা:
৪২৯, ৪৩০]
-
ওগো―
ভালো করে' বলে' যাও [নমুনা: ৪০৩, ৪০৪]
-
ওগো শোনো কে বাজায় [প্রেম-৫৬]
[তথ্য]
[নমুনা]
-
ওগো সুখী প্রাণ, তোমাদের
এই [নমুনা:
৪২৪, ৪২৫]
-
হেথা হ'তে যাও, পুরাতন
[নমুনা:
৪,৫]
-
হেথাও ত পশে সুর্য্যকর
[নমুনা:
৬, ৭, ৮, ৯]
- কখন যে বসন্ত গেল [প্রেম-৩০৪]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
কতবার মনে করি
পূর্নিমা-নিশীথে [নমুনা:
২৭৩]
-
কবিবর, কবে কোন্ বিস্মৃত
বরষে [নমুনা: ৪০৫, ৪০৬, ৪০৭, ৪০৮, ৪০৯, ৪১০, ৪১১]
-
কাছে যাই, ধরি হাত, বুকে লই টানি',―
[নমুনা:
২৫২]
-
কার পানে, মা, চেয়ে আছ
[নমুনা: ৬৩, ৬৪]
-
কাহারে জড়াতে চাহে দুটি
বাহুলতা [নমুনা: ১১৯]
-
কি স্বপ্নে কাটালে তুমি
দীর্ঘ দিবানিশি [নমুনা: ৪১২, ৪১৩, ৪১৪, ৪১৫, ৪১৬]
-
কিসের অশান্তি এই মহা
পারাবারে [নমুনা: ১৪৬, ১৪৭]
-
কে আমারে যেন এনেছে
ডাকিয়া [প্রেম-১৮৮] [তথ্য]
[নমুনা:
১৮৩, ১৮৪, ১৮৫]
-
কে জানে এ কি ভালো [নমুনা:
৪০১, ৪০২]
-
কে তুমি দিয়েছ স্নেহ
মানব-হৃদয়ে [নমুনা: ২৬৬,
২৬৭, ২৬৮]
-
কেমনে কি হ'ল পারিনে বলিতে
[নমুনা: ৪১, ৪২]
-
কেন গো এমন স্বরে বাজে তবে
বাঁশি [নমুনা: ১৩৪]
-
কেন তবে কেড়ে নিলে লাজ
আবরণ [নমুনা: ২৮৫, ২৮৬,
২৮৭, ২৮৮]
-
কেন চেয়ে আছ গো মা মুখপানে
[জাতীয়
সংগীত-১০] [তথ্য]
[নমুনা: ১৬৭]
-
কুসুমের গিয়েছে সৌরভ
[নমুনা: ১০২]
-
কোথা রাত্রি, কোথা দিন,
কোথা ফুটে চন্দ্র সূর্য তারা
[নমুনা: ১৬৪, ১৬৫, ১৬৬]
-
কোথারে তরুর ছায়া, বনের
শ্যামল স্নেহ [নমুনা: ২৪, ২৫]
-
কোমল দুখানি বাহু সরমে
লতায়ে [নমুনা: ১২৬]
-
কৃষ্ণপক্ষ
প্রতিপদ। প্রথম সন্ধ্যায় [নমুনা:
২২৭, ২২৮, ২২৯, ২৩০, ২৩১]
-
খেলাধুলা সব রহিল পড়িয়া
ছুটে চলে' আসে মেয়ে [নমুনা: ৯৩, ৯৪]
-
গান গাহি বলে' কেন অহঙ্কার
করা [নমুনা:
১৫৪]
-
গোলাপ হাসিয়া বলে,"আগে
বৃষ্টি যাক্ চলে"
[নমুনা: ৩৬]
-
চারিদিকে তর্ক উঠে সাঙ্গ
নাহি হয় [নমুনা:
৮৩, ৮৪, ৮৫]
-
চিঠি কই!―
দিন গেল,
বইগুলো ছুঁড়ে' ফেল [নমুনা:
২৭৭, ২৭৮, ২৭৯]
-
ছিলাম নিশিদিন আশাহীন
প্রবাসী [নমুনা:
১৮৯, ১৯০, ১৯১, ১৯২]
-
ছুঁয়ো না ছুঁয়ো না ও'রে
দাঁড়াও সরিয়া
[নমুনা: ১৩৬]
-
জগতেরে জড়াইয়া শতপাকে
যামিনী-নাগিনী
[নমুনা: ১৪১]
-
জলে বাসা বেঁধেছিলেম,
ডাঙায় বড় কিচিমিচি
[নমুনা: ৬৮, ৬৯, ৭০, ৭১]
-
জ্বালায়ে আঁধার শূণ্যে
কোটি রবি শশী
[নমুনা: ১৫৮]
-
জীবন আছিল লঘু প্রথম বয়সে
[নমুনা: ২৬৯, ২৭০, ২৭১,
২৭২]
-
জীবনে জীবনে প্রথম মিলন
[নমুনা: ৩৮১, ৩৮২, ৩৮৩, ৩৮৪, ৩৮৫]
-
ঢাক' ঢাক' মুখ টানিয়া
বসন [নমুনা:
৩২৪, ৩২৫, ৩২৬, ৩২৭, ৩২৮, ৩২৯, ৩৩০, ৩৩১, ৩৩২, ৩৩৩]
-
তবে পরাণে ভালবাসা কেন গো
দিলে [নমুনা: ২৮৯, ২৯০,
২৯১, ২৯২, ২৯৩]
-
তবু মনে
রেখো
[প্রেম-১৫১]
[তথ্য]
[নমুনা:
২১৩]
- তুমি কাছে নাই বলে' হের সখা তাই [পূজা ও প্রার্থনা ৬৬]
[তথ্য]
[নমুনা:
১৬২]
- তুমি কোন্ কাননের ফুল [প্রেম-৩৬৩]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
তোমারেই যেন ভালবাসিয়াছি
[নমুনা: ৩৯৯, ৪০০]
-
থাক্ থাক্ কাজ নাই,
বলিয়ো না কোনো কথা [নমুনা: ৪৩৩, ৪৩৪, ৪৩৫]
-
থাক্ থাক্ চুপ কর্
তোরা, ও আমার ঘুমিয়ে পড়েছে [নমুনা: ২৮]
-
দাও খুলে দাও সখি ওই
বাহুপাশ [নমুনা:
১৩৩]
-
দেখিনু যে এক আশার স্বপন
[নমুনা: ৪৪, ৪৫]
-
দিনের আলো নিবে এল, সূয্যি
ডোবে ডোবে [নমুনা:
৪৮, ৪৯, ৫০]
-
দুখানি চরণ পড়ে ধরণীর গায়
[নমুনা: ১২০]
-
দোলেরে প্রলয় দোলে অকূল
সমুদ্র-কোলে [নমুনা:
২৪২, ২৪৩, ২৪৪, ২৪৫, ২৪৬, ২৪৭]
-
নহে নহে, এ নহে মরণ
[নমুনা: ৪৫]
-
নাম রেখেছি বাব্লা রাণী,
একরত্তি মেয়ে
[নমুনা: ৬১, ৬২]
-
নারীর প্রাণের প্রেম মধুর
কোমল [নমুনা:
১১৫]
-
নিত্য তোমায় চিত্ত ভরিয়া [নমুনা: ৩৯৫,
৩৯৬]
-
নিদাঘের শেষ গোলাপ কুসুম
[নমুনা: ৩৯, ৪০]
-
নিভৃত এ চিত্তমাঝে নিমেষে
নিমেষে বাজে
[নমুনা: ১৮১, ১৮২]
-
নিম্নে আবর্ত্তিয়া ছুটে যমুনার জল [নমুনা:
৩৫৫, ৩৫৬, ৩৫৭]
-
নিশিদিন কাঁদি সখি মিলনের
তরে [নমুনা:
১৩১]
-
নিশীথে রয়েছি জেগে; দেখি
অনিমিখে [নমুনা:
১৪৩]
-
নিস্ফল হয়েছি আমি সংসারের
কাজে [নমুনা:
১৫১]
-
নীরব বাঁশরখানি বেজেছি
আবার [নমুনা:
১১৪]
-
পবিত্র সুমেরু বটে এই সে
হেথায় [নমুনা:
১১৬]
-
পথের ধারে অশথ্-তলে
[নমুনা: ৮৯, ৯০, ৯১, ৯২]
-
পাশ দিয়ে গেল চলি' চকিতের
প্রায় [নমুনা:
১২২]
-
পৃথিবী জুড়িয়া বেজেছে
বিষাণ [নমুনা:
১৭০, ১৭১, ১৭২, ১৭৩, ১৭৪, ১৭৫, ১৭৬, ১৭৭]
-
প্রখর মধ্যাহ্ন তাপে
প্রান্তর ব্যাপিয়া কাঁপে [নমুনা:
২৩২, ২৩৩, ২৩৪, ২৩৫, ২৩৬]
-
প্রভাতে একটি দীর্ঘশ্বাস
[নমুনা: ৩৫, ৩৬]
-
প্রতি অঙ্গ কাঁদে তব প্রতি
অঙ্গ তরে [নমুনা:
১২৩]
-
প্রতিদিন প্রাতে শুধু
গুন্ গুন্ গান
[নমুনা: ১৩০]
-
প্রাণমন দিয়ে ভালবাসিয়াছে
[নমুনা: ৩৯৭, ৩৯৮]
-
ফুলের দিনে সে যে চলে' গেল
[নমুনা: ৬৭]
-
ফেল গো বসন ফেল
―
ঘুচাও অঞ্চল
[নমুনা: ১১৮]
-
বক্তৃতাটা লেগেছে বেশ
[নমুনা: ৩০৮, ৩০৯, ৩১০,
৩১১, ৩১২, ৩১৩, ৩১৪, ৩১৫, ৩১৬]
-
বহুদিন পরে আজি মেঘ গেছে
চলে [নমুনা: ১২, ১৩, ১৪]
-
বর্ষা এলায়েছে তার মেঘময়
বেণী [নমুনা:
২১৪, ২১৫, ২১৬]
-
বন্ধু হে, পরিপূর্ণ
বরষায় [নমুনা: ২৪৮, ২৪৯,
২৫০]
-
বন্ধুবর, দক্ষিনে বেঁধেছি
নীড় [নমুনা: ২৩৭,
২৩৮,২৩৯, ২৪০, ২৪১]
-
"বন্ধু, তোমরা ফিরে' যাও
ঘরে [নমুনা: ৩৪৬, ৩৪৭, ৩৪৮, ৩৪৯, ৩৫০, ৩৫১, ৩৫২, ৩৫৩,
৩৫৪]
-
বন্ধু!―
মনে আছে সেই প্রথম বয়স [নমুনা: ৩৫৮, ৩৫৯, ৩৬০, ৩৬১,
৩৬২, ৩৬৩]
- বাতাসে অশথ পাতা পড়িছে খসিয়া [নমুনা: ৪৬, ৪৭]
- বাঁশরি বাজাতে চাহি [প্রেম-৩০৫]
[তথ্য]
[নমুনা]
-
বেঁচেছিল, হেসে হেসে
[নমুনা: ৩৮, ৩৯]
-
"বেলা যে পড়ে' এল, জল্কে
চল্" [নমুনা: ২৮০, ২৮১,
২৮২, ২৮৩, ২৮৪]
-
বুঝেছি আমার নিশার স্বপন
[নমুনা: ১৮৬, ১৮৭, ১৮৮]
-
বুঝেছি বুঝেছি সখা, কেন
হাহাকার
[নাট্যগীতি-১৮] [তথ্য]
[নমুনা:
১৬১]
-
বিদায় করেছ যারে নয়নজলে
[প্রেম-৩৮৩]
[তথ্য]
[নমুনা: ১০৯]
-
বৃথা
এ ক্রন্দন
[নমুনা: ২০৩, ২০৪, ২০৫, ২০৬]
-
বৃথা এ বিড়ম্বনা [নমুনা:
৩৮৮, ৩৮৯, ৩৯০]
-
ব্যাকুল নয়ন মোর, অস্তমান
রবি [নমুনা: ২৭৪, ২৭৫]
-
ভয়ে ভয়ে ভ্রমিতেছি মানবের
মাঝে [নমুনা:
১৫৭]
-
ভালবাস', কি না বাস'
বুঝিতে পারিনে
[নমুনা: ২০৭, ২০৮, ২০৯]
-
ভালবাসা-ঘেরা ঘরে কোমল
শয়নে তুমি [নমুনা: ৪৩৬, ৪৩৭, ৪৩৮]
-
ভুলুবাবু বসি' পাশের ঘরেতে
[নমুনা: ৩১৭, ৩১৮, ৩১৯,
৩২০, ৩২১, ৩২২, ৩২৩]
-
মরিতে চাহি না আমি সুন্দর
ভুবনে [নমুনা:
৩]
-
মধুর সুর্যের আলো, আকাশ
বিমল [নমুনা:
৩১, ৩২, ৩৩]
-
মর্ম্মে যবে মত্ত আশা
[নমুনা: ৩০২, ৩০৩, ৩০৪,
৩০৫, ৩০৬, ৩০৭]
-
মনে হয় কি একটি শেষ কথা
আছে [নমুনা:
১৭৮]
-
মনে হয় সৃষ্টি বুঝি বাঁধা
নাই নিয়মনিগড়ে
[নমুনা: ২২০, ২২১]
-
মনে হয় সে-ও যেন রয়েছে
বসিয়া [নমুনা: ২৭৬]
-
মা কেহ কি আছ মোর , কাছে
এস তবে [নমুনা:
১৫৩]
-
মাথায় রয়েছে বাঁধা
প্রদোষ-আঁধার
[নমুনা: ১২৯]
-
মেঘের আড়ালে বেলা কখন যে
যায় [নমুনা: ১০, ১১]
-
মিছে হাসি, মিছে বাঁশি,
মিছে এ যৌবন [নমুনা:
১৩৭]
-
মিছে তর্ক ―
থাক্ তবে
থাক্ [নমুনা:
২৫৪, ২৫৫, ২৫৬, ২৫৭, ২৫৮]
-
মোছ তবে অশ্রুজল, চাও
হাসিমুখে [নমুনা:
১৬০]
-
যখন কুসুম-বনে ফির একাকিনী
[নমুনা: ১২৭]
-
যেদিন সে প্রথম দেখিনু
[নমুনা: ২৫৯, ২৬০, ২৬১,
২৬২, ২৬৩, ২৬৪, ২৬৫]
-
যারে চাই, তা'র কাছে আমি
দিই ধরা [নমুনা:
১৬৩]
-
রবির কিরণ হ'তে আড়াল করিয়া
রেখে [নমুনা:
৪২, ৪৩]
-
লুটিয়ে পড়ে জটিল জটা
[নমুনা: ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০]
-
শত শত প্রেমপাশে টানিয়া
হৃদয় [নমুনা:
২২২, ২২৩, ২২৪, ২২৫, ২২৬]
-
সকল বেলা কাটিয়া গেল
[নমুনা: ২৯৪, ২৯৫, ২৯৬,
২৯৭, ২৯৮, ২৯৯, ৩০০, ৩০১]
-
সকলে আমার কাছে যত কিছু
চায় [নমুনা:
১৫০]
-
সন্ধ্যা যায়, সন্ধ্যা ফিরে
চায়, শিথিল কবরী পড়ে খুলে
[নমুনা: ১৪০]
-
সন্ধ্যায় একেলা বসি' বিজন
ভবনে [নমুনা: ২৫৩]
-
সম্মুখে রয়েছে পড়ি'
যুগ-যুগান্তর [নমুনা: ১৯, ২০, ২১, ২২]
-
সারাদিন গিয়েছিনু বনে
[নমুনা:
৩৪]
-
সাতটি চাঁপা সাতটি গাছে,
সাতটি চাঁপা ভাই
[নমুনা: ৫১, ৫২, ৫৩]
-
সুখশ্রমে আমি সখি শ্রান্ত
অতিশয় [নমুনা:
১৩২]
-
সুদূর প্রবাসে আজি কেনরে
কি জানি [নমুনা:
১২৮]
-
সেই ভালো, তবে তুমি যাও
[নমুনা: ২১০, ২১১, ২১২]
-
স্বপ্ন যদি হ'ত জাগরণ
[নমুনা: ৩৯৩, ৩৯৪]
-
হউক্ ধন্য তোমার যশ [নমুনা:
৩৩৪, ৩৩৫, ৩৩৬, ৩৩৭, ৩৩৮, ৩৩৯]
-
হেথা কেন দাঁড়ায়েছ, কবি [নমুনা: ৩৪০,
৩৪১, ৩৪২, ৩৪৩, ৩৪৪, ৩৪৫]
-
হয় কি না হয় দেখা, ফিরি কি
না ফিরি [নমুনা:
৭২, ৭৩, ৭৪]
-
হায়, কোথা যাবে [নমুনা:
২৬, ২৭]
-
হাসির সময় বড় নেই
[নমুনা: ৩৭, ৩৮]
-
হে ধরণী, জীবের জননী
[নমুনা: ২৯]
-
হেলা ফেলা সারা বেলা [প্রেম-৩০১]
[তথ্য]
[নমুনা]
হেথা কেন দাঁড়ায়েছ, কবি
[নমুনা: ৩৪০, ৩৪১, ৩৪২, ৩৪৩, ৩৪৪, ৩৪৫]
হেথা হ'তে যাও, পুরাতন
[নমুনা: ৪,৫]
হেথাও ত পশে সুর্য্যকর
[নমুনা: ৬, ৭, ৮, ৯]
হেথা নাই ক্ষুদ্র কথা,
তুচ্ছ কানাকানি
[নমুনা: ১৫৬]
হৃদয়, কেন গো মোরে ছলিছ
সতত [নমুনা:
৩০]