বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ওগো এত প্রেম-আশা
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম ৩০৩
আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে।
কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে।
কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।
কত উদিবে তপন, আশার স্বপন প্রভাতে যাইবে ছলিয়া॥
এই যৌবন কত রাখিব বাঁধিয়া, মরিব কাঁদিয়া রে।
সেই চরণ পাইলে মরণ মাগিব সাধিয়া সাধিয়া রে।
আমি কার পথ চাহি এ জনম বাহি, কার দরশন যাচি রে।
যেন আসিবে বলিয়া কে গেছে চলিয়া, তাই আমি বসে আছি রে।
তাই মালাটি গাঁথিয়া পরেছি মাথায়, নীলবাসে তনু ঢাকিয়া।
তাই বিজন আলয়ে প্রদীপ জ্বালায়ে একেলা রয়েছি জাগিয়া।
ওগো তাই কত নিশি চাঁদ ওঠে হাসি, তাই কেঁদে যায় প্রভাতে।
ওগো তাই ফুলবনে মধুসমীরণে ফুটে ফুল কত শোভাতে।
ওই বাঁশিস্বর তার আসে বারবার, সেই শুধু কেন আসে না।
এই হৃদয়-আসন শূন্য পড়ে থাকে, কেঁদে মরে শুধু বাসনা।
মিছে পরশিয়া কায় বায়ু বহে যায়, বহে যমুনার লহরী।
কেন কুহু কুহু পিক কুহরিয়া উঠে, যামিনী যে উঠে শিহরি।
ওগো, যদি নিশিশেষে আসে হেসে হেসে মোর হাসি আর রবে কি।
এই জাগরণে-ক্ষীণ বদনমলিন আমারে হেরিয়া কবে কী।
আমি সারা রজনীর গাঁথা ফুলমালা প্রভাতে চরণে ঝরিব―
ওগো, আছে সুশীতল যমুনার জল, দেখে তারে আমি মরিব॥
-
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:১২৯৩ বঙ্গাব্দের শ্রাবণ মাসে রবীরবীন্দ্রনাথের ২৫ বৎসর ৩ মাস বয়সের রচনা ।
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
- কড়ি ও কোমল
- প্রথম সংস্করণ [আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯৩ বঙ্গাব্দ]। শিরোনাম: বিরহ।
পৃষ্ঠা: ১৭৯
- রবীন্দ্র-রচনাবলী দ্বিতীয় খণ্ড [বিশ্বভারতী শ্রাবণ ১৩৯১]
শিরোনাম: বিরহ। পৃষ্ঠা: ৭০-৭১
-
কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
কড়ি ও কোমল। শিরোনাম বিরহ । ভৈরবী। পৃষ্ঠা: ১২৫]
[নমুনা]
- গান
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ।
ভৈরবী-একতালা। পৃষ্ঠ: ১৪৭-১৪৮] [নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ,
শেষাংশ]
- গীতবিতান
- অখণ্ড সংস্করণ,
তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম বৈচিত্র্য
পর্যায়ের ৩০৩ সংখ্যক গান।
- বাঙালীর গান ( ১৩১২ বঙ্গাব্দ)। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত। ভৈরবী-একতালা।
পৃষ্ঠা: ৬২৮
-
স্বরবিতান
দশম (১০) খণ্ডের (পৌষ ১৪১৩ বঙ্গাব্দ) ২
সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭-১১ ।
[নমুনা]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১) ভৈরবী-একতালা। ৪৫ সংখ্যক
গান, ভৈরবী-একতালা। পৃষ্ঠা: ৯৭৭
[নমুনা]
- স্বরলিপি-গীতিমালা
- প্রথম সংস্করণ ১৩০৩ বঙ্গাব্দ
-
প্রথম খণ্ড। ডোয়ার্কিন এণ্ড সন্স লিমিটেড। ১৩৪৮ বঙ্গাব্দ। ভৈরবী-একতালা । পৃষ্ঠা ৫৩-৫৫।
[নমুনা]
- পত্রিকা
- ভারতী ও
বালক (ভাদ্র-আশ্বিন ১২৯৩ বঙ্গাব্দ)। 'কত রচিব শয়ন' ভৈরবী-একতালা। পৃষ্ঠা: ৩২০-৩২১
[নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি ও স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
স্বরবিতান
দশম (১০) খণ্ড ও
স্বরলিপি-গীতিমালা (প্রথম খণ্ড)
[নমুনা]
- সুর ও তাল:
-
স্বরবিতান
দশম (১০) খণ্ডের (পৌষ
১৪১৩
বঙ্গাব্দ)
সুরভেদ/ছন্দভেদ
অংশে স্বরবিতানটির
সুরভেদ দেখানো হয়েছে (পৃষ্ঠা ৯৯) ।
-
স্বরবিতান
দশম (১০)
খণ্ডের (পৌষ
১৪১৩
বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের
হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে ভৈরবী ও একতাল
।
- রাগ : বিলাসখানি
টৌড়ি [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩]
- রাগ: ভৈরবী। তাল: একতাল [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩২]
-
রাগ: ভৈরবী। তাল: একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬১]
- গ্রহস্বর: দা।
- লয়: মধ্য।