বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ওগো শোনো কে বাজায়।
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম : ৫৬
ওগো শোনো কে বাজায়।
বনফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়॥
অধর ছুঁয়ে বাঁশিখানি
চুরি করে হাসিখানি-
বঁধুর হাসি মধুর গানে
প্রাণের পানে ভেসে যায়॥
কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে
গুঞ্জরে,
বকুলগুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে।
যমুনারই কলতান কানে আসে, কাঁদে প্রাণ-
আকাশে ওই মধুর বিধু
কাহার পানে হেসে চায়॥
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১২৯৩
বঙ্গাব্দের ২ অগ্রহায়ণ তারিখে কড়ি ও কোমল প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থের কিছু
কবিতাকে রবীন্দ্রনাথ গানে পরিবর্তন করেন। এই গানগুলোর ভিতরে এই গানটিও ছিল। কড়ি
ও কোমল -এর প্রকাশকালের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল- ২৪ বৎসর ৭ মাস।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- কড়ি ও কোমল
- প্রথম সংস্করণ [আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯৩ বঙ্গাব্দ]। শিরোনাম:
বাঁশি। পৃষ্ঠা: ১৭৩
- রবীন্দ্র-রচনাবলী দ্বিতীয় খণ্ড [বিশ্বভারতী শ্রাবণ ১৩৯১] শিরোনাম:
বাঁশি। পৃষ্ঠা: ৬৮
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড বিবিধ। বেহাগ-আড়খেমটা। (মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ)। পৃষ্ঠা:
১২ [নমুনা]
-
দ্বিতীয় খণ্ড
[১৯১৫ বঙ্গাব্দ। ইন্ডিয়ান প্রেস এলাহাবাদ] কড়ি ও কোমল। শিরোনাম:
বাঁশি। পৃষ্ঠা: ৯৯।
[নমুনা]
-
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
কড়ি ও
কোমল। শিরোনাম বাঁশি । বেহাগ- আড়খেমটা। পৃষ্ঠা: ১২৪-১২৫]
[নমুনা
প্রথমাংশ
শেষাংশ]
-
গান
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস, ১৩১৬ বঙ্গাব্দ, ১৯০৯ খ্রিষ্টাব্দ।
বেহাগ-আড়খেমটা।পৃষ্ঠা: ১৪৫।]
[নমুনা]
-
তৃতীয় সংস্করণ (১৩২১ বঙ্গাব্দ, ১৯১৪ খ্রিষ্টাব্দ)] ইন্ডিয়ান পাবলিশিং
হাউস ১৩২১। পৃষ্ঠা: ৭৫। [নমুনা]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
[আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ। বেহাগ-আড়খেমটা।
গান ৪৪। পৃষ্ঠ: ৪০-৪১] [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ।
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩] কড়ি ও কোমল (১২৯৩ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৪২]
[নমুনা]
- দ্বিতীয় খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
প্রেম (প্রেম বৈচিত্র্য-২৯)
পর্যায়ের
৫৬ সংখ্যক গান।
- বাঙালীর গান ( ১৩১২ বঙ্গাব্দ)। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত। বেহাগ-আড়খেমটা পৃষ্ঠা: ৬৫১-৬৫২
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১) যোগিয়া বিভাস-একতালা। ৪৪ সংখ্যক গান,
বেহাগ-আড়খেমটা । পৃষ্ঠা: ৯৭৬-৯৭৭
[নমুনা]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ ]
শতগান
১৫ সংখ্যক গান, বেহাগ-আড়খেমটা (১৩০৭ বঙ্গাব্দ)। সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত। পৃষ্ঠা: ৫৭-৫৯।
স্বরবিতান দশম খণ্ড (পৌষ ১৪১৩) প্রথম গান। পৃষ্ঠা ৫-৬।
[নমুনা]
স্বরলিপি-গীতিমালা
- প্রথম সংস্করণ ১৩০৩ বঙ্গাব্দ
-
প্রথম খণ্ড।
ডোয়ার্কিন এণ্ড সন্স লিমিটেড। ১৩৪৮ বঙ্গাব্দ। বেহাগ-আড়খেমটা । পৃষ্ঠা ৫২-৫৩।
[নমুনা]
পত্রিকা:
- ভারতী (অগ্রহায়ণ ১৩০২ বঙ্গাব্দ)। ইন্দিরদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত
হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার: স্বরবিতান দশম খণ্ড
খণ্ডের (পৌষ ১৪১৩)
সুরভেদ/ছন্দোভেদ-এ, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিটির অংশবিশেষ সুরান্তর
হিসেবে মুদ্রিত আছে। উল্লেখ্য এই স্বরলিপিটি স্বরলিপি-গীতিমালা (১৩০৪
বঙ্গাব্দ)-তে প্রকাশিত হয়েছিল। এই গানের অপর দুটি স্বরলিপি করেছিলেন ইন্দিরা
দেবীচৌধুরাণী এবং সরলাদেবী। এই স্বরলিপি গ্রন্থের ৫-৬ পৃষ্ঠায় মুদ্রিত স্বরলিপিটি
কে করেছিলেন, তা এই গ্রন্থ থেকে জানা যায় না।
[সুরান্তর]
- সুর ও তাল:
- রাগ: বেহাগ। তাল: আড়খেমটা
[স্বরবিতান দশম খণ্ড
(১০) খণ্ডের
(পৌষ ১৪১৩)]
[নমুনা]
- রাগ : বেহাগ [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩]
- রাগ:
বেহাগ।
অঙ্গ: কীর্তন
তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪২]
-
রাগ:
বেহাগ। তাল: আড়খেমটা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য
সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৬।]
- গ্রহস্বর : সরা।
- লয় মধ্য।