বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
তোমার গোপন কথাটি
পাঠ ও পাঠভেদ
-
গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর
তোমার গোপন কথাটি; সখী
রেখো না মনে।
শুধু আমায়, বোলো
আমায় গোপনে॥
ওগো ধীরমধুরহাসিনী,
বোলো ধীরমধুর ভাষে-
আমি কানে না শুনিব গো,
শুনিব প্রাণের শ্রবণে॥
যবে গভীর যামিনী,
যবে নীরব মেদিনী,
যবে সুপ্তিমগন বিহগনীড়
কুসুমকাননে,
বোলো অশ্রুজড়িত কণ্ঠে,
বোলো কম্পিত স্মিত হাসে-
বোলো মধুরবেদনবিধুর
হৃদয়ে শরমনমিত নয়নে॥
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
১৩০২ বঙ্গাব্দের আশ্বিন মাসে রবীন্দ্রনাথ শিলাইদহে কাটান। এই সময় ১২ই আশ্বিন থেকে ২৯ আশ্বিনের ভিতর তিনি মোট ৯টি
গান রচনা করেন। এর ভিতরে তিনি এই গানটি রচনা করেন ১৮ আশ্বিন [শুক্রবার ৪ অক্টোবর
১৮৯৫ খ্রিষ্টাব্দ]। এই সময় তাঁর বয়স ছিল ৩৪ বৎসর ৫ মাস।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
- রেকর্ড:
গানটির সুরান্তর আছে। গ্রামোফোন রেকর্ডে প্রথম গানটি
রেকর্ড করেন অমলা দাশ। রেকর্ড নম্বর
8-13855/8-138621
গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
স্বরবিতান
দশম (১০)
খণ্ডে (পৌষ ১৪১৩) সুরভেদ/ছন্দোভেদ
অংশে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপির অংশবিশেষ সুরান্তর হিসেবে দেখানো হয়েছে।
কিন্তু এই গ্রন্থের
৬৩-৬৫ পৃষ্ঠায় মুদ্রিত মূল স্বরলিপিটি কে
করেছেন, তার কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায় না।
-
সুর ও তাল:
- রাগ: মিশ্র। তাল: আড়াখেমটা।
[স্বরবিতান
দশম (১০)
খণ্ডের (পৌষ ১৪১৩)]
- রাগ : মিশ্র। স্থায়ী মাণ্ড রাগ
দিয়ে শুরু হয়ে পিলুতে শেষ হচ্ছে। অন্তরায় আশাবরী রূপ পাওয়া যাচ্ছে যা ভৈরবে শেষ
হচ্ছে। আভোগে আবার মাণ্ড ও পিলুর মিশ্রণ। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৬]
- অঙ্গ: কীর্তন। তাল: দাদরা
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।
পৃষ্ঠা: ৫৬]
- অঙ্গ: কীর্তন। তাল: আড়খেমটা। [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত
আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯৯।]
- অঙ্গ : কীর্তনাঙ্গ।
- গ্রহস্বর : পা
- লয় : মধ্য