বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
সে আসে
ধীরে, যায় লাজে ফিরে।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান
(বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম
:
১৪০
সে আসে
ধীরে,
যায় লাজে ফিরে।
রিনিকি
রিনিকি রিনিঝিনি মঞ্জু মঞ্জু মঞ্জীরে
রিনিঝিনি-ঝিন্নীরে॥
বিকচ
নীপকুঞ্জে নিবিড়তিমিরপুঞ্জে
কুন্তলফুলগন্ধ আসে অন্তরমন্দিরে
উন্মাদ সমীরে॥
শঙ্কিত
চিত কম্পিত অতি, অঞ্চল উড়ে চঞ্চল।
পুষ্পিত
তৃণবীথি, ঝঙ্কৃত বনগীতি-
কোমলপদপল্লবতলচুম্বিত ধরণীরে
নিকুঞ্জকুটীরে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
শঙ্কিত
চিত কম্পিত অতি :
গীতবিতান (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)
শঙ্কিত চিত কম্পিত
হিয়া :
স্বরলিপি-গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১৩০২
বঙ্গাব্দের ১১ই কার্তিক রবীন্দ্রনাথ শিলাইদহ থেকে কলকাতায় ফিরে আসেন। এরপর
জোড়াসাঁকোর বাড়িতে তিনি কার্তিক মাসেরর পুরো সময়টাই কাটান। এই সময়ে তিনি
৯টি নতুন গান রচনা করেন। এই সময়ে ২১ কার্তিক [বুধবার ৬ নভেম্বর ১৮৯৫
খ্রিষ্টাব্দ] তিনি এই গানটি রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৪
বৎসর ৬ মাস।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। মিশ্র সুরট। পৃষ্ঠা: ৪৩২]
[নমুনা]
- গান (১৯১৪)।
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)
'গান' অংশ থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১০৯-১১০]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- অখণ্ড, তৃতীয় সংস্করণ(বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: প্রেমৱ ১৪০
,
উপবিভাগ:
প্রেম
বৈচিত্র্য-১১৩,
পৃষ্ঠা: । [নমুনা]
-
গৃহপ্রবেশ
- (১৯২৫ খ্রিষ্টাব্দ কলকাতা রঙ্গমঞ্চে অভিনয়ের জন্য
সৃষ্ট পাঠ), হিমির গান।
- রবীন্দ্ররচনাবলী সপ্তদশ খণ্ড, বিশ্বভারতী,
ভাদ্র ১৩৯৩।
- পুনর্বসন্ত, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত।
(১৪ মার্চ ১৮৯৯ খ্রিষ্টাব্দ)।
- স্বরলিপি-গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)।
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।
-
স্বরবিতান দশম (১০) খণ্ডের (পৌষ ১৪১৩) ২১ সংখ্যক গান। পৃষ্ঠা ৬৮-৭০।
[নমুনা]
- রেকর্ডসূত্র:
- প্রকাশের
কালানুক্রম:
-
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
-
স্বরলিপি:
[স্বরলিপি]
-
স্বরলিপিকার:
স্বরবিতান দশম
(১০) খণ্ডের (পৌষ ১৪১৩) ১০৫ পৃষ্ঠায় মুদ্রিত সুরান্তরের স্বরলিপিটি
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত। মূল স্বরলিপিটি কে করেছেন, তা স্পষ্ট নয়।
-
সুর
ও
তাল:
-
স্বরবিতান দশম খণ্ডে
(বিশ্বভারতী,
চৈত্র ১৪১৩)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে
যথাক্রমে
দেশ ও দাদরা।
-
রাগ : দেশ। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়, ভি.ভি. ওয়াঝলওয়ার, রবীন্দ্রনাথের প্রেমের গান,
সংগীত-শিক্ষায়তন, বৈশাখ ১৩৯০], পৃষ্ঠা ৭২।
-
রাগ :
দেশ। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা: ৮২।
-
রাগ:
দেশ।
তাল: দাদরা। [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১৪২।
-
বিষয়াঙ্গ:
-
সুরাঙ্গ:
-
গ্রহস্বর:
রা।
-
লয়: মধ্য।