বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
কত কথা তারে ছিল বলিতে
।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
কত কথা তারে ছিল বলিতে
।
চোখে চোখে দেখা হল পথ চলিতে॥
বসে বসে দিবারাতি বিজনে সে কথা
গাঁথি
কত যে পূরবীরাগে কত
ললিতে॥
সে কথা ফুটিয়া উঠে কুসুমবনে,
সে কথা ব্যাপিয়া যায় নীল গগনে
সে কথা লইয়া খেলি হৃদয়ে বাহিরে মেলি,
মনে মনে গাহি কার মন ছলিতে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিতে
গানটি পাওয়া যায় নি।
-
পাঠভেদ:
পাঠভেদ আছে।
কত কথা তারে ছিল বলিতে
: স্বরলিপি-গীতিমালা (১৩০৪)।
কথা তারে ছিল বলিতে
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)।
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১৩০১ বঙ্গাব্দের ১৩ই
জ্যৈষ্ঠ থেকে ১৯ জ্যৈষ্ঠ পর্যন্ত রবীন্দ্রনাথ জোড়াসাঁকোতে ৫টি গান রচনা করেন।
ইন্দিরাদেবীর 'গানের বহিতে' এই গানগুলোর কালানুক্রমিক তালিকা পাওয়া যায়। এই বিচারে
বলা যায়, গানটি রবীন্দ্রনাথের ৩৩ বৎসর ১ মাস বয়সের রচনা।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)। 'চিত্রা', শিরোনাম
'মনের কথা'। পৃষ্ঠা: ৩৬২
[নমুনা]
- গান
- গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮] গ্রন্থসূচিতে গানটি (চিত্রা ১৩০২
বঙ্গাব্দ)থেকে গৃহীত হয়েছিল, এমনটা উল্লেখ আছে। মূলত- চিত্রার প্রথম
সংস্করণে এই গানটি ছিল না। ১৩০৩ বঙ্গাব্দে কাব্যগ্রন্থাবলীতে
অন্তর্ভুক্ত চিত্রাতে এই গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। পৃষ্ঠা: ৯৪]
[নমুনা]
- গীতবিতান-এর
প্রেম
(উপ-বিভাগ : প্রেম বৈচিত্র্য-১০) পর্যায়ের ৩৭ সংখ্যক গান।
-
স্বরলিপি গীতিমালা (মাঘ ১৩০৪ বঙ্গাব্দ)। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান
দশম
(১০) খণ্ডের (পৌষ ১৪১৩) ১২ সংখ্যক গান।
পৃষ্ঠা ৪১-৪২।
-
পত্রিকা:
-
সাধনা
(ভাদ্র ১৩০১)।
জ্যোতিরিন্দ্রনাথ
ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার: সাধনা পত্রিকার ভাদ্র ১৩০১ সংখ্যায় এই গানটির স্বরলিপি প্রকাশিত
হয়েছিল। স্বরলিপিকার ছিলেন
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
স্বরবিতান
দশম
খণ্ডের (পৌষ ১৪১৩) ১০১ পৃষ্ঠায়
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিটিকে
সুরান্তর হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্বরবিতান
দশম
খণ্ডের (পৌষ ১৪১৩) মুদ্রিত মূল স্বরলিপিটি কে করেছেন তা এই গ্রন্থ থেকে জানা যায়
না। যেহেতু এই গ্রন্থটির সম্পাদক ছিলেন ইন্দিরাদেবী চৌধুরানী। ধারণা করা হয়, এই
গ্রন্থে মুদ্রিত গানটির মূল স্বরলিপিটি করেছিলেন ইন্দিরাদেবী চোধুরানী বা
অন্যের করা হলেও তা তিনি অনুমোদন করেছিলেন।
-
সুর ও তাল:
-
রাগ : মিশ্র কালাংড়া। তাল : কাহারবা।
[
স্বরবিতান
দশম
খণ্ডের (পৌষ ১৪১৩)]
-
রাগ : মিশ্র কালাংড়া। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান । সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৭]
-
রাগ রামকেলী-ভৈরবী। তাল:
কাহারবা
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা:
৪৩]।
-
রাগ :
রামকেলি। তাল:
কাহারবা [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য
সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৭৯।
-
গ্রহস্বর : গা।
-
লয় : মধ্য।