বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
কী রাগিণী বাজালে হৃদয়ে
পাঠ ও পাঠভেদ

কী রাগিণী বাজালে হৃদয়ে, মোহন, মনোমোহন,

    তাহা তুমি জান হে, তুমি জান॥

চাহিলে মুখপানে, কী গাহিলে নীরবে

    কিসে মোহিলে মন প্রাণ,

তাহা তুমি জান হে, তুমি জান॥

আমি শুনি দিবারজনী

    তারি ধ্বনি, তারি প্রতিধ্বনি।

তুমি কেমনে মরম পরশিলে মম,

    কোথা হতে প্রাণ কেড়ে আন,

তাহা তুমি জান হে, তুমি জান॥

 

গ. রচনাকাল ও স্থান :

ঘ. প্রাসঙ্গিক পাঠ :
 

ঙ. স্বরলিপিকার :


চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :