বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমারে করো তোমার বীণা, লহো গো লহো তুলে।
পাঠ ও পাঠভেদ:
আমারে করো তোমার বীণা, লহো গো লহো তুলে।
উঠিবে বাজি তন্ত্রীরাজি মোহন অঙ্গুলে॥
কোমল তব কমলকরে, পরশ করো পরান 'পরে,
উঠবে হিয়া গুঞ্জরিয়া তব শ্রবণমূলে॥
কখনো সুখে কখনো দুখে কাঁদিবে চাহি তোমার মুখে,
চরণে পড়ি রবে নীরবে রহিবে যবে ভুলে।
কেহ না জানে কী নব তানে উঠিবে গীত শূন্য-পানে,
আনন্দের বারতা যাবে অনন্তের কূলে।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। গান। খাম্বাজ-একাতালা। পৃষ্ঠা: ৬৯। [নমুনা]
ইন্ডিয়ান প্রেস ১৩১৬
ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১
স্বরবিতান দশম (১০) খণ্ডের (পৌষ ১৪১৩) ১৩ সংখ্যক গান। পৃষ্ঠা ৪৩-৪৪।
স্বরলিপি গীতিমালা (মাঘ ১৩০৪ বঙ্গাব্দ)। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
পত্রিকা:
সাধনা (আশ্বিন-কার্তিক ১৩০১ বঙ্গাব্দ)। ইন্দিরাদেবী চৌধুরানী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
ইন্দিরাদেবী চৌধুরানী [স্বরবিতান দশম খণ্ডের (পৌষ ১৪১৩) মূল স্বরলিপি। পৃষ্ঠা ৪৩-৪৪।
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। [স্বরবিতান দশম খণ্ডের (পৌষ ১৪১৩) সুরান্তরিত স্বরলিপি। পৃষ্ঠা ১০২।
সুর ও তাল:
রাগ : খাম্বাজ । তাল : দাদরা। [স্বরবিতান দশম খণ্ডের (পৌষ ১৪১৩) ]
রাগ : খাম্বাজ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭১]
গ্রহস্বর : পা
লয় : মধ্য।