বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: আমারে করো তোমার বীণা, লহো গো লহো তুলে।
পাঠ ও পাঠভেদ:
আমারে করো তোমার বীণা, লহো গো লহো তুলে।
উঠিবে বাজি তন্ত্রীরাজি  মোহন অঙ্গুলে॥
কোমল তব কমলকরে, পরশ করো পরান 'পরে,
    উঠবে হিয়া গুঞ্জরিয়া তব শ্রবণমূলে॥
কখনো সুখে কখনো দুখে কাঁদিবে চাহি তোমার মুখে,
    চরণে পড়ি রবে নীরবে রহিবে যবে ভুলে।
কেহ না জানে কী নব তানে উঠিবে গীত শূন্য-পানে,
    আনন্দের বারতা যাবে অনন্তের কূলে।