বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আমারে করো তোমার বীণা, লহো গো লহো তুলে।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: প্রেম (উপ-বিভাগ
: প্রেম
বৈচিত্র্য-৬)
পর্যায়ের
৩৩ সংখ্যক গান।
আমারে করো তোমার বীণা, লহো গো লহো তুলে।
উঠিবে বাজি তন্ত্রীরাজি মোহন
অঙ্গুলে॥
কোমল তব কমলকরে, পরশ করো পরান 'পরে,
উঠবে হিয়া গুঞ্জরিয়া তব শ্রবণমূলে॥
কখনো সুখে কখনো দুখে কাঁদিবে চাহি তোমার মুখে,
চরণে পড়ি রবে নীরবে রহিবে যবে ভুলে।
কেহ না জানে কী নব তানে উঠিবে গীত শূন্য-পানে,
আনন্দের বারতা যাবে অনন্তের কূলে।
Ms 129
[নমুনা]
Ms 290
পাঠভেদ: নাই
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১৯ জ্যৈষ্ঠ ১৩০১। [সূত্র: রবীন্দ্রনাথের
পাণ্ডুলিপি
Ms 129]
উল্লেখ্য, ১৩০১
বঙ্গাব্দের ১৩ই জ্যৈষ্ঠ থেকে ১৯ জ্যৈষ্ঠ পর্যন্ত শান্তিনিকেতনে থাকাকালীন সময়ে
রবীন্দ্রনাথ ৫টি গান রচনা করেন। এর ভিতরে তিনি এই গানটি রচনা করেন
১৯
জ্যৈষ্ঠ
শুক্রবার ১ জুন] তারিখে। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস বয়সের রচনা।
-
খ. প্রকাশ ও
গ্রন্থভুক্তি
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮]
গ্রন্থসূচিতে গানটি (চিত্রা ১৩০২ বঙ্গাব্দ)থেকে গৃহীত হয়েছিল,
এমনটা উল্লেখ আছে। মূলত- চিত্রার প্রথম সংস্করণে এই গানটি ছিল
না। ১৩০৩ বঙ্গাব্দে কাব্যগ্রন্থাবলীতে অন্তর্ভুক্ত চিত্রাতে এই
গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। কাব্যগ্রন্থাবলীতে অন্তর্ভুক্ত
চিত্রাকে- এর দ্বিতীয় সংস্করণ হিসেবে মান্য করা হয়
। পৃষ্ঠা: ৯৪-৯৫]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
দ্বিতীয়
খণ্ড,
দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী,
১৩৪৮
বঙ্গাব্দ)।
- অখণ্ড, তৃতীয় সংস্করণ বিশ্বভারতী,
পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। উপ-বিভাগ : প্রেম বৈচিত্র্য-৬) পর্যায়ের ৩৩ সংখ্যক গান।
-
চয়নিকা (ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩১৬)।
খাম্বাজ-একতাল। পৃষ্ঠা: ৪২৯।
[নমুনা]
-
স্বরবিতান
দশম
(১০) খণ্ডের (পৌষ ১৪১৩) ১৩ সংখ্যক গান।
পৃষ্ঠা ৪৩-৪৪। [নমুনা]
-
স্বরলিপি গীতিমালা (মাঘ ১৩০৪ বঙ্গাব্দ)। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
পত্রিকা:
-
বঙ্গাব্দ)। ইন্দিরাদেবী চৌধুরানী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- সুরভেদ:
সুরভেদ আছে।
[সূত্র : স্বরবিতান
দশম
খণ্ডের (পৌষ ১৪১৩) ১০২ পৃষ্ঠা]
-
স্বরলিপিকার:
-
ইন্দিরাদেবী
চৌধুরানী
স্বরবিতান
দশম
খণ্ডের (পৌষ ১৪১৩) মূল স্বরলিপি।
পৃষ্ঠা
৪৩-৪৪।
-
জ্যোতিরিন্দ্রনাথ
ঠাকুর। [
সস্বরবিতান
দশমখণ্ডের (পৌষ ১৪১৩) সুরান্তরিত স্বরলিপি।
পৃষ্ঠা
১০২।
-
সুর ও তাল:
-
রাগ :
খাম্বাজ
।
তাল :
দাদরা।
[
স্বরবিতান
দশম
খণ্ডে (পৌষ ১৪১৩)
]
-
রাগ : খাম্বাজ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি.
ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা
: ৭১]
-
রাগ:
খাম্বাজ।
তাল: দাদরা।[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।
পৃষ্ঠা: ৩১]
-
রাগ: খাম্বাজ।
তাল: দাদরা।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১,
পৃষ্ঠা:
৫৯।]
-
গ্রহস্বর : পা
-
লয় : মধ্য।