|
আরোহণ: স ঋ জ্ঞ ম প দ ণ র্স
অবরোহণ: র্স ণ দ প ম জ্ঞ ঋ স
ঠাট: ভৈরবী
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ
বাদীস্বর: ম (মতান্তরে প)
সমবাদী স্বর: স
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়: সকালবেলা/যে কোন সময়
পকড় : ঋ ণ্ দ্ স, জ্ঞ, স ঋ স ণ্ স
বাংলা গানে এই রাগের ব্যবহারের কথা প্রথম ব্যবহৃত হয়েছে চর্যাগীতিতে (৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ)। চর্যাগীতির ৫০টি পদের ভিতরে এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ৪টি। এই পদগুলোগুলো হলো-