ধামার
উত্তরভারতীয় সঙ্গীত পদ্ধতিতে এটি একটি ১৪ মাত্রা বিশিষ্ট বিষমপদী তাল বিশেষ। ছন্দভেদে এর তিনটি প্রকরণ রয়েছে।

প্রাচীন ভারতীয় প্রবন্ধগান থেকে ধ্রুব গান এবং ধ্রুবা গান ছিল সংস্কৃত ছন্দে নিবদ্ধ। ধ্রুবা গানের বিবর্তনের ধারায় যখন তালের উদ্ভবকালে এই তালের ব্যবহার শুরু হয়। সুলতান আলাউদ্দীন খিলজি রাজত্বকালে (১২৯৬-১৩১৬ খ্রিষ্টাব্দ), বৈজু বাওরাগোপাল নায়ক এই রাগে ধ্রুপদ রচনা করেছিলেন। এঁদের রচিত ধ্রুপদের সাথে এই তালের ব্যবহার হয়েছিল। পরবর্তী সময়ে ভৈরবে নিবদ্ধ গান রচনা করেছিলেন- তানসেন। এবং তানসেনের কন্যা বংশীয় সদারঙ্গ এবং সদারঙ্গের পুত্র অদরঙ্গ এই রাগে ধ্রুপদ রচনা করেছিলেন। যেমন-
অদারঙ্গের রচিত গানের নমুনা বিষ্ণুপুরী ঘরানা এবং হিন্দুস্থানী পদ্ধতি অনুসারে- এই তালের ছন্দবিন্যাসে প্রভেদ দেখা যায়।

হিন্দুস্থানী পদ্ধতি:
পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে তাঁর ক্রমিক পুস্তক মালিকা গ্রন্থে এই তালটির ছন্দবিভাজন দেখেয়েছেন ৫।২।৩।৪।

মাত্রা সংখ্যা:
১৪
ছন্দপ্রকৃতি: বিষমপদী (৫।২।৩।৪)
তালি: ৩টি
খালি: ১টি

  +                                    + 
 

       

 

   

 

 

 

 

         
I

ধি

ধি

ধা

দি

 দি

তা

I
 

 

 

 

 

১০

 

১১

১২

   

বিষ্ণুপুরী ঘরনার ছন্দ :
বিষ্ণুপুরী ঘরনায় ধামারের ছন্দ উল্লেখ করা হয়। এই ছন্দটি রবীন্দ্রসঙ্গীতে ব্যবহৃত হয়। এই ছন্দে নিবদ্ধ ১৪টি রবীন্দ্র সঙ্গীত রয়েছে।

মাত্রা সংখ্যা: ১৪
ছন্দপ্রকৃতি: বিষমপদী (৩।২।২।৩।৪ )
তালি: ৩টি
খালি: ২টি

  +                                      + 
 

       

 

       

 

 

 

 

         
I

ধি

ধি

ধা

দি

 দি

তা

I
 

 

 

 

 

 

১০

 

১১

১২

   

 

 

অপ্রচলিত ছন্দ:
উত্তর ভারতে প্রাচীন কিছু ধ্রুপদে ৩।২।২।৩।২।২ ছন্দের ধামার ব্যবহৃত হয়েছে। বর্তমানে এই ছন্দটি ব্যবহৃত হয় না।
 

  +                                        + 
 

       

 

       

 

 

 

 

           
I

ধি

ধি

ধা

দি

 দি

তা

I
 

 

 

 

 

 

১০

 

১১

১২  

   

 


সূত্র :
  • ভারতীয়  সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ ১৩৭২।
  • তবলা বিজ্ঞান। মোঃ কামরুজ্জামান (মনি)। জুন ১৯৯১।
  • তাল-অভিধান। মানস দাশগুপ্ত। প্রকাশিকা শ্রীমতী মমতা দাশগুপ্তা। জ্যৈষ্ঠ ১৪০২
  • রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা (দ্বিতীয় খণ্ড, তাল ও লয়)। প্রফুল্লকুমার দাস। সুরঙ্গমা। কলিকাতা। ৯ আশ্বিন ১৩৮০