আরোহ {আ-√ রুহ (উৎপন্ন হওয়া)}+ অন্ (ল্যুট), ভাববাচ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {|স্বরবিন্যাস| স্বর | সাঙ্গীতিক স্কেল | সঙ্গীতোপযোগী ধ্বনি | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা|}অর্থ: সংগীত শাস্ত্রে নিম্ন সুর থেকে উচ্চ সুরে ক্রম উত্তরণের ক্রিয়াত্মক রূপ এবং তার লিখন পদ্ধতি। যেমন− স র গ ম প ধ ন র্স।
Aescending scale or note ২. ঊর্ধ্বক্রমবাচকতা { | সচলন | পরিবর্তনশীল কর্ম | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ | কার্যক্রম | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন| বিমূর্ত-সত | সত্তা|}
অর্থ: কোন নিচু স্থান থেকে উপরে ওঠার কার্যক্রম।