শ্রবণ যোগাযোগ
শ্রবণের সূত্রে শ্রবণেন্দ্রিয়ের দ্বারা স্থাপিত যোগাযোগ।
ঊর্ধ্বক্রমবাচকতা {শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
auditory communication
ব্যাখ্যা: যোগাযোগের একটি বিশেষ মাধ্যম। মানুষ এবং কতিপয় মানবেতর প্রাণী নিজেদের ভিতরে যোগাযোগ রক্ষা করে শব্দের মাধ্যমে। এক্ষেত্রে যোগাযোগ স্থাপিত হয় শ্রবণেন্দ্রিয় দ্বারা। যোগাযোগের ক্ষেত্রে শ্রবণ যোগাযোগের একটি গুরুত্ব অপরিসীম। এই মাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ হলো- 'মানুষের বচন'। এছাড়াও রয়েছে নানা ধরনের যান্ত্রিক শব্দ সঙ্কেত।