বচ
মুখের শব্দ দ্বারা সৃষ্ট যোগাযোগ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
বচন | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: speech, speech communication, spoken communication, spoken language, language, voice communication, oral communication

 

ব্যাখ্যা: যোগাযোগের ক্ষেত্রে শ্রবণ যোগাযোগের একটি গুরুত্ব অপরিসীম। এই মাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ হলো- 'মানুষের বচন'। মানুষ নানাভাবে বচনের দ্বারা মনোভাব প্রকাশ করে। এক্ষেত্রে বচন হতে পারে সুখ্যতিমূলক, গালাগালি, উপদেশ ইত্যাদি। এই বিচারে বচনকে নিম্নোক্তভাগে ভাগ করা হয়েছে।