অপ্রমিত বচন
প্রতিটি ভাষার একটি প্রমিত মান বিবেচনা করা হয়। অঞ্চলভেদে প্রমিত ভাষা কিছুটি ভিন্নতর হয়। এই ভিন্নতররূপকে অ-প্রমিত বচন বিবেচনা করা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
 | অপ্রমিত বচন | বচন | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি : non-standard speech