সাঙ্গীতিক স্কেল
সুনির্দিষ্ট কম্পাঙ্কের 
কোনো সঙ্গীতোপযোগী ধ্বনি থেকে এর দ্বিগুণিতক ক্পাঙ্কের সঙ্গীতোপযোগী ধ্বনির 
পরিমাপগত মান।
 
ঊর্ধ্বক্রমবাচকতা
{সাঙ্গীতিক স্কেল । সঙ্গীতোপযোগী ধ্বনি। 
যৌগিকধ্বনি । 
শ্রাব্য-ধ্বনি |
 শব্দ |
	শব্দলক্ষণ গুণ
	| লক্ষণগুণ ।
	সত্তাগুণ
	বিমূর্তন|
	বিমূর্ত-সত|
	সত্তা|}
 
 
ইংরেজি : 
scale, musical  
ব্যাখ্যা:  সঙ্গীতে ব্যবহৃত অসংখ্য ধ্বনি রয়েছে। কোনো 
নির্দিষ্ট সঙ্গীতোপযোগী মৌলিক ধ্বনির  দ্বিগুণ কম্পাঙ্কের ধ্বনি একটি পরিমাণগত 
মান প্রদান করে। যেমন- ৪৪০ কম্পাঙ্কের দ্বিগুণ কম্পাঙ্ক হবে ৮৮০ কম্পাঙ্ক। এই 
ক্ষেত্রে একটি পরিমাপ হবে '৪৪০-৮৮০' কম্পাঙ্ক। সঙ্গীতশাস্ত্রে একে বলা হয় স্কেল। 
	- 
	স্বর  
	(note, 
	musical note): একটি সুনির্দিষ্ট 
	সাঙ্গীতিক স্কেলের অন্তর্গত সঙ্গীতোপযোগী ধ্বনির মধ্য থেকে নির্বাচিত 
	ধ্বনিসমূহ। দ্বাদশ-সম বিভাজন পদ্ধতি একটি স্কেলের মধ্যে ১২টি স্বর থাকে।