সচলন
স্থান পরিবর্তনের কার্যক্রম।
ঊর্ধ্বক্রমবাচকতা {সচলন | পরিবর্তন | ক্রিয়া | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি: motion, movement, move
ব্যাখ্যা: বস্তুজগতে স্থানান্তর ঘটে সচলন প্রক্রিয়ায়। একটি বিন্দু থেকে কোনো সুনির্দষ্ট দিকে সচলনের সূত্রে সৃষ্টি হয়, আরোহণ, অবরোহণ, পার্শ্বগমন ইত্যাদি।