বাংলা ভাষার ক্রমবিবর্তনের ধারার একটি বিশেষ অধ্যায় হলো- চর্যাপদ রচনার কাল। কারণ এটি বাংলা সাহিত্যের আদি নমুনা। তাই এর রচনাকাল নিরূপণ করাটা- বাংলা ভাষা ও সংস্কৃতির ক্রমবিকাশের ধারা অনুসরণের জন্য জরুরি।
চর্যাপদের রচনাকাল'শ্রীলূয়ীচরণাদিতিসিদ্ধরচিতেহপ্যাশ্চর্য্যাচেয়সদ্বার্ত্মাবগমায়নির্মলগিরাং...।এই শ্লোকে উল্লিখিত 'আশ্চার্য্যচর্য্যাচয়' শব্দটিকে এই গ্রন্থের নাম হিসাবে প্রস্তাব করেছিলেন বিধুশেখর শাস্ত্রী। প্রবোধকুমার বাগচী এবং সুকুমার সেন গ্রন্থটির নামকরণ করেছিলেন- চর্য্যাশ্চর্য্যবিনিশ্চিয়। এই গ্রন্থের মনুদত্তের তিব্বতী অনুবাদ অনুসরণে এই পুথির নাম চর্যাগীতিকোষবৃত্তি নামকরণের প্রস্তাব করেছেন। নামকরণের এই বিতর্ক থাকলেও সাধারণভাবে এই পুথি সাধারণভাবে চর্যাগীতি, চর্যাগীতিকা, চর্যাপদ ইত্যাদি নামেই পরিচিত।
'সহজিয়া ধর্মের সকল বই-ই সন্ধ্যা ভাষায় লেখা। সন্ধ্যা ভাষার মানে আলো-আঁধারি ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিকটা বুঝা যায় না। অর্থাৎ, এই সকল উঁচু অঙ্গের ধর্মকথার ভিতরে একটা অন্য ভাবের কথাও আছে। সেটা খুলিয়া ব্যাখ্যা করিবার নয়। যাঁহারা সাধনভজন করেন তাঁহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই।'বজ্রযানী ও সহজযানী গ্রন্থকাররাও একে 'সন্ধ্যাভাষয়া বোদ্ধব্যম্' বলে এক রহস্যের ইঙ্গিত দিতেন। বজ্রযানী গ্রন্থগুলিতে 'সন্ধ্যাভাষা' শব্দটি বহুল-ব্যবহৃত। তিব্বতি ভাষায় 'সন্ধ্যাভাষা'র অর্থ 'প্রহেলিকাচ্ছলে উক্ত দুরুহ তত্ত্বের ব্যাখ্যা'। ম্যাক্সমুলার 'সন্ধ্যা'র অর্থ করেছিলেন 'প্রচ্ছন্ন উক্তি' (hidden saying)।
হরপ্রসাদ শাস্ত্রী-কর্তৃক উদ্ধারকৃত গ্রন্থে এই ২৩ সংখ্যক গানের শেষাংশ ছিল না। তিব্বতী নমুনা থেকে এই পদের রচয়িতা হিসেবে তান্তীর নাম পাওয়া যায়। কিন্তু তাতে রাগের নাম নেই। একইভাবে হরপ্রসাদ শাস্ত্রী-কর্তৃক উদ্ধারকৃত গ্রন্থে এই ২৪ সংখ্যক গান ছিল না। তিব্বতী নমুনায় এই রাগের সাথে ইন্দ্রতাল উল্লেখ আছে। সুকুমার সেন এই রাগটিকে 'তাল' হিসেবে উল্লেখ করেছেন।
- অরু: এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ১টি। পদসংখ্যা- ৪
- কামোদ: এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ৪টি। এই গানগুলো হলো- ১৩, ২৭, ৩৭ ও ৪২।
- গবড়া (গৌড়) : চর্যাগীতিতে এই রাগের অপরাপর নাম হিসেবে গবড়া বা গউড়া উল্লেখ আছে। এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ৩টি। এই গানগুলো হলো- ২, ৩, ১৮।
- গুঞ্জরী (গুর্জরী): চর্যাগীতিতে এই রাগের অপরাপর নাম হিসেবে গুর্জরী বা কাহ্ন-গুর্জরী ব্যবহার করা হয়েছে। এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ৪টি। এই গানগুলো হলো- ৫, ২২, ৪১ ও ৪৭।
- দেবক্রী দেবগিরি : চর্যাগীতিতে এই রাগের অপর নাম হিসেবে দেবক্রী উল্লেখ আছে। এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ১টি। এই গানটি হলো- ৮
- দেশাখ : চর্যাগীতিতে এই রাগের অপর নাম হিসেবে দ্বেশাখ উল্লেখ আছে। এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ২টি। এই গানগুলো হলো ‒ ১০ ও ৩২।
- ধানশী : চর্যাগীতিতে এই রাগের অপর নাম হিসেবে ধনসী উল্লেখ আছে। এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ১টি। এই গানটি হলো- ১৪।
- পটমঞ্জরী । হরপ্রসাদ শাস্ত্রী-কর্তৃক উদ্ধারকৃত গ্রন্থে এই রাগের গান সংখ্যা ১১টি গান। তাতে ৪৮ সংখ্যক গানটি ছিল না। তিব্বতী অনুবাদ অনুসারে ৪৮ সংখ্যক গানটির শিরোনামে 'পটমঞ্জরী' রাগের নাম পাওয়া যায়। এই হিসাবে এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা দাঁড়ায় ১২টি। এই গানগুলো হলো ১, ৬, ৭, ৯, ১১, ১৭, ২০, ২৯, ৩১, ৩৩, ৩৬ ও ৪৮।
- বঙ্গাল : এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ১টি। এই গানটি হলো- ৩৩।
- বরাড়ী (বরাটী): চর্যাগীতিতে এই রাগের অপর নাম হিসেবে বলাড্ডী ব্যবহার করা হয়েছে। এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ৪টি। এই গানগুলো হলো- ২১, ২৩, ২৮ ও ৩৪। হরপ্রসাদ শাস্ত্রী-কর্তৃক উদ্ধারকৃত গ্রন্থে এই ২৩ সংখ্যক গানের শেষাংশ ছিল না।
- ভৈরবী: এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ৪টি। এই গানগুলো হলো- ১২, ১৬, ১৯ ও ৩৮।
- মল্লারী: হরপ্রসাদ শাস্ত্রী-কর্তৃক উদ্ধারকৃত গ্রন্থে এই রাগের গান সংখ্যা। এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ৫টি। এই গানগুলো হলো- ৩০, ৩৫, ৪৪, ৪৫ ও ৪৯।
- মালসী (মালশ্রী): চর্যাগীতিতে এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ১টি। এই গানগুলো হলো-৩৯।
- মালসী গবুরা : চর্যাগীতিতে এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ১টি। এই গানগুলো হলো-৪০।
- রামক্রী (রামকেলি) : চর্যাগীতিতে এই রাগের অপর নাম হিসেবে রামক্রী উল্লেখ আছে। এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ২টি। এই গানগুলো হলো ‒ ১৫ ও ৫০।
- শবরী (সাবেরী): চর্যাগীতিতে এই রাগের অপরাপর নাম হিসেবে এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ২টি। এই গানগুলো হলো- ২৬ ও ৪৬।
চর্যাগীতির বর্ণানুক্রমিক তালিকা
১. আই এ অণু অনা এ জগ রে [তথ্য] [পদ সংখ্যা ৪১] [তথ্য]
২. আধরাতি ভয় কমল বিকসিউ [তথ্য] [পদ সংখ্যা ২৭]
৩. আপণে নাহি মো কাহেরি সণ্কা [তথ্য] [পদ সংখ্যা ৩৭]
৪. আপণে রচি রচি ভব নির্ব্বাণা [তথ্য] [পদ সংখ্যা ২২]
৫. আলিএঁ কালিএঁ বাট রুন্ধেলা [তথ্য] [পদ সংখ্যা ৭]
৬. উষ্ণা উষ্ণা পাবত তহিঁ বসই সবরী বালী [তথ্য] [পদ সংখ্যা ২৮]
৭. এক সে শুন্ডিনী দুই ঘরে সান্ধই [তথ্য] [পদ সংখ্যা ৩]
৮. এতকাল হউঁ অচ্ছিলোঁ স্বমোহেঁ [তথ্য] [পদ সংখ্যা ৩৫]
৯. এবংকার দিঢ় বাখোড় মোড়িউ [তথ্য][পদ সংখ্যা ৯]
১০. কমল কুলিশ মাঝেঁ ভইঅ মইলী [তথ্য][পদ সংখ্যা ৪৭]
১১. করুণা পীঢ়িহি খেলহুঁ নঅবলা [তথ্য] [পদ সংখ্যা ১২]
১২. করুণা মেহ নিরস্তর ফরিআ [তথ্য] [পদ সংখ্যা ৩০]
১৩. কাঅ ণাবড়ি খান্টি মণ কেড়ু আল [তথ্য] [পদ সংখ্যা ৩৮]
১৪. কাআ তরুবর পাঞ্চ বি ডাল [তথ্য] [পদ সংখ্যা ১]
১৫. কাহেরে ঘিনি মেলি আছহুঁ কীস [তথ্য] [পদ সংখ্যা ৬]
১৬. কুলিশ-ভর-নিদ বিআপিল [তথ্য] [পদ সংখ্যা ৪৮]
১৭. গঅণত গঅণত তইলা বাড়ী হিএঁ কুরাড়ী [তথ্য] [পদ সংখ্যা ৫০]
১৮. গঙ্গা জউনা মাঝেঁ রে বহই নাঈ [তথ্য] [পদ সংখ্যা ১৪]
১৯. চিঅ সহজ সুণ সংপুন্না [তথ্য] [পদ সংখ্যা ৪২]
২০. জই তুম্হে ভুসূকু অহেরি [তথ্য] [পদ সংখ্যা ২৩]
২১. জইসে চান্দ উইআ হোই [তথ্য] [পদ সংখ্যা ২৪]
২২. জহি মণ ইন্দিঅ পবণ হোই ণঠা [তথ্য] [পদ সংখ্যা ৩১]
২৩. জো মণ-গোঅর আলাজালা [তথ্য] [পদ সংখ্যা ৪০]
২৪. টালত মোর ঘর নাহি পড়বেসী [তথ্য] [পদ সংখ্যা ৩৩]
২৫. তিয়ড়া চাপী জোইনি দে অঙ্কবালী [তথ্য] [পদ সংখ্যা ৪]
২৬. তিশরণ ণাবী কিঅ আঠক মারী [তথ্য] [পদ সংখ্যা ১৮]
২৭. তীণি ভূঅণ মই বাহিঅ হেলেঁ [তথ্য] [পদ সংখ্যা ১৩]
২৮. তীনিএঁ পাটেঁ লাগেলি রে অণহা কসণ ঘণ গাজই [তথ্য] [পদ সংখ্যা ১৬]
২৯. তূলা ধুণি ধুণি আঁসুরে আঁসূ [তথ্য] [পদ সংখ্যা ২৬]
৩০. দুলি দুহি পীঢ়া ধরণ ন জাই [তথ্য] [পদ সংখ্যা ২]
৩১. ধামহু পইঠা বাজঠাবি কহেই [তথ্য] [পদ সংখ্যা ২৫]
৩২. নগর বাহিরি রে ডোম্বি তোহোরি কুড়িআ [তথ্য] [পদ সংখ্যা ১০]
৩৩. নাড়ি শক্তি দিঢ় ধরিআ খাটে [তথ্য] [পদ সংখ্যা ১১]
৩৪. নাদন বিন্দুন রবি ন শশিমণ্ডল [তথ্য] [পদ সংখ্যা ৩২]
৩৫. নিসিত আন্ধারী মুসার চারা [তথ্য] [পদ সংখ্যা ২১]
৩৬. পেখু সুণেই আদসে জইসা [তথ্য] [পদ সংখ্যা ৪৬]
৩৭. বাজ ণাব পাড়ী পউআঁ খালেঁ বাহিউ [তথ্য] [পদ সংখ্যা ৪৯]
৩৮. ভব নিব্বাণে পড়হ মাদলা [তথ্য] [পদ সংখ্যা ১৯]
৩৯. ভবণই গহণ গম্ভীর বেগেঁ বাহী [তথ্য] [পদ সংখ্যা ৫]
৪০. ভাব ন হোই অভাব ণ [তথ্য] [পদসংখ্যা ২৯]
৪১. মণ তরু পাঞ্চ ইন্দি তসু সাহা [তথ্য] [পদসংখ্যা ৪৫]
৪২. সঅ সম্বেঅণ সরুঅ বিআরেতে [তথ্য] [পদসংখ্যা ১৫]
৪৩. সহজ মহাতরু ফরিঅ এ [তথ্য] [পদসংখ্যা ৪৩]
৪৪. সুনে সুন মিলিআ জবেঁ [তথ্য] [পদসংখ্যা ৪৪]
৪৫. সূইণে হ অবিদার অরে [তথ্য] [পদসংখ্যা ৩৯]
৪৬. সূজ লাউ সসি লাগেলি তান্তী [তথ্য] [পদসংখ্যা ১৭]
৪৭. সূণ বাহ তথতা পহারী [তথ্য] [পদসংখ্যা ৩৬]
৪৮. সূনকরুণরে অভিন চারেঁ কাঅবাক্ চিএ [তথ্য] [পদসংখ্যা ৩৪]
৪৯. সোণে ভরিলী করুণা নাবী [তথ্য] [পদসংখ্যা ৮]
৫০. হউঁ নিরাসী খমণ ভতারী [তথ্য] [পদসংখ্যা ২০]