মল্লারী
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে বর্ষা ঋতুর  রাগ বিশেষ।

উত্তরভারতীয় সঙ্গীত পদ্ধতিতে রাগ। অহোবল তাঁর 'সঙ্গীত পারিজাত' গ্রন্থে লিখেছেন- এই রাগ গৌরী মেল (বর্তমান ভৈরব ঠাট) থেকে উৎপন্ন হয়েছিল। এই রাগের আদি রূপ উৎপন্ন হয়েছিল- ষড়্জ গ্রামের উত্তরমন্দ্রা মূর্ছনা থেকে। এর সাথে আধুনিক মেঘরঞ্জনী রাগের মিল আছে।
আরোহণ: স ম প র্স
অবরোহণ; র্স প, ম, ‌স।
ঠাট: কাফি
জাতি: ঔড়ন (গান্ধার ও নিষাদ বর্জিত)-ষাড়ব (নিষাদ বর্জিত)
বাদীস্বর: ষড়্‌জ
সমবাদী স্বর: পঞ্চম
অঙ্গ: পূর্বাঙ্গ।
পকড়: স মর প, মপ, ণ, ণ, র্স।
বাংলা গানে এই রাগ প্রথম ব্যবহৃত হয়েছিল চর্যাগীতি-তে। হরপ্রসাদ শাস্ত্রী-কর্তৃক উদ্ধারকৃত গ্রন্থে এই রাগের গান সংখ্যা। এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ৫টি। এই গানগুলো হলো-  


তথ্যসূত্র: