বরাটী রাগ
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে মারবা ঠাটের একটি রাগ।  ধারণা করা হয়, বিরাট নগর বা দেশের এই রাগের প্রচলন ছিল। এই সূত্রে এর নাম বরাটী। এর অন্যান্য নাম- বৈরারী, বিহারী, বরালী, বরাড়ী। প্রাচীনকালে এই রাগটি  উৎপত্তি হয়েছিল মধ্যম গ্রামের 'পৌরবী' মূর্ছনা থেকে ঊ৭পন্ন হয়েছিল। এই মূর্ছনার স্বরগুলো ছিল -ধ্ ন্ স র গ ম প
অহবোলের সঙ্গীত পারিজাত গ্রন্থে বলা হয়েছে- বরাটী রাগে ঋষভ ও ধৈবত কোমল ছিল। শারঙ্গদেবের সঙ্গীতরত্নাকরে এই রাগকে ১৩টি রাগাঙ্গের একটি হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরোহণ:  স ঋ গ প হ্ম গ প ধ ন র্স
অবরোহণ: র্স ন ধ প হ্ম গ ঋ স
ঠাট: মারবা
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ
বাদীস্বর: গান্ধার
সমবাদী স্বর: ধৈবত
অঙ্গ: ‌পূর্বাঙ্গ।
সময়: সন্ধ্যা
বাংলা গানে এর প্রথম নমুনা পাওয়া যায়- চর্যাগীতি-তে। চর্যাগীতিতে এই রাগের অপর নাম হিসেবে বলাড্ডী ব্যবহার করা হয়েছে।  এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ৪টি। এই গানগুলো হলো


তথ্যসূত্র: