দেবশাখ রাগ
অন্যনাম: দেশাখ্য, দেশাখ, দ্বেশাখ

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে শাস্ত্রে বর্ণিত কাফি ঠাটের একটি রাগ বিশেষ।
আরোহণ :  ণ্ স মর প র্স
অবরোহণ : র্স ণপ ম জ্ঞ রস
ঠাট : কাফি
জাতি : ষাড়ব-ষাড়ব (ধৈবত বর্জিত)
বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর :ষড়্‌জ
অঙ্গ : উত্তরাঙ্গ।
সময় : রাত্রি দ্বিতীয় প্রহর
বাংলা গানে এই রাগের প্রথম প্রয়োগ হয়েছিল চর্যাগীতি-তে। চর্যাগীতিতে এই রাগের নাম পাওয়া যায় দেশখ ও দ্বেশাখ হিসেবে। এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ২টি। এই গানগুলো হলো-১০ ও ৩২।
তথ্যসূত্র :