গৌড় রাগ
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে একটি রাগ। সমতুল্য নাম গুজ্জরী, গুঞ্জরী।

দক্ষিণ ভারতীয় পদ্ধতিতে মায়ামালবগৌড় বা মায়ামালবগৌল মেলের অন্তর্গত রাগ বিশেষ। দক্ষিণভারতীয় পদ্ধতিতে এর স্বরগুলোও হলো- আরোহ-অবরোহ হলো স র গু ম প ধ নু র্স- স ধ নু প ম গু র স।

উত্তর ভারতীয় পদ্ধতিতে এর সমতুল্য মায়ামালবগৌড় -এর সমতুল্য ঠাট ভৈরব। উত্তর ভারতীয় পদ্ধতিতে এই রাগের আরোহ-অবরোহ- স ঋ গ ম ঋ ম প ন র্স- স ন প ম গ ঋ স।

বর্তমানে উত্তর ভারতে শুধু গৌরী নামে কোনো রাগের প্রচলন নেই। বাংলা গানে এই রাগ প্রথম ব্যবহৃত হয়েছিল চর্যাগীতি-তে। হরপ্রসাদ শাস্ত্রী-কর্তৃক উদ্ধারকৃত গ্রন্থে চর্যাগীতিতে এই রাগের অপরাপর নাম হিসেবে গবড়া বা গউড়া উল্লেখ আছে। ধারণা করা হয় গৌড় থেকে গউড়া এবং গবড়া নাম হয়েছিল। এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ৩টি। এই গানগুলো হলো‒  ২, ৩, ১৮।
  1. দুলি দুহি পীঢ়া  ধরণ ন জাই [তথ্য] [পদ সংখ্যা ২] এই পদে রাগের নাম রয়েছে গবড়া।
  2. এক সে শুন্ডিনী দুই ঘরে সান্ধই [তথ্য] [পদ সংখ্যা ৩] এই পদে রাগের নাম রয়েছে গবড়া।
  3. তীণি ভূঅণ মই বাহিঅ হেলেঁ  [তথ্য]   [পদ সংখ্যা ১৮]  এই পদে রাগের নাম রয়েছে গউড়া।

তথ্যসূত্র: