মায়ামালবগৌড়/মায়ামালবগৌল
দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে মেলকর্তা। গোবিন্দাচার্যের তালিকায় -এর নাম মায়ামালবগৌড়। বেঙ্কটমখী'র তালিকায় এই মেলের নাম মায়ামালবগৌল

এই মেলের  স্বরগুলো হলো স র গু ম প ধ নু র্স। উত্তর ভারতীয় পদ্ধতিতে এর সমতুল্য স্বরগুলো হলো- স ঋ গ ম প দ ন র্স। এই বিচারে এই মেলের উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির ঠাট  হলো- ভৈরব এই মেলের অন্তর্গত দক্ষিণ ভারতীয় রাগগুলো হলো-

  1. মিত্রকরণি
  2. সাবেরী
  3. জগনম্মোহিনী
  4. গৌড়
  5. বৌলি
  6. সারঙ্গনাট
  7. মারুব কন্নড়
  8. নাদনামক্রিয়া
  9. মেচবৌলি
  10. শুম্ভকাম্ভোজী
  11. রেগুপ্তি
  12. মলহরি
  13. ললিতগৌরী
  14. সালঙ্গনাট
  15. মঙ্গলকৌশিক
  16. ললিতপঞ্চম
  17. মারব
  18. শুদ্ধক্রিয়
  19. দেশরেগুপ্তি
  20. মেঘরঞ্জি
  21. পাডি
  22. পূর্ণপঞ্চম
  23. সুরসিন্ধু
  24. দেশগৌড়
  25. শুদ্ধমলহরি
  26. গৌরী
  27. সিন্ধুরামক্রিয়
  28. গৌড়িপন্তু
  29. সৌরাষ্ট্র
  30. আদএদেশিক
  31. বসন্তপ্রিয়
  32. গুজ্জরি
  33. কন্নড়বঙ্গাল
  34. শুংড়ক্রিয়
  35. মর্গদেশিক
  36. ফরজু
  37. ললিধক্রিয়
  38. পূর্বী
  39. বসন্ত
  40. ধনসিন্ধু
  41. ছায়াগৌড়

তথ্যসূত্র:
  • রাগ বিজ্ঞান অভিধান। নিত্যানন্দ কর্মকার। প্রগেরসিভ পাবলিশাসর্স। কলকাতা। রাগ: ৫২। পৃষ্ঠা: ৪৫-৪৬।