সমনাম: রামকলি, রামকিরি, রামকৃতি, রামগিরি, রামকৃ,
রামক্রিয়া।
প্রয়োগকৃত স্বর: স ঋ গ ম হ্ম প দ ণ ন। তবে প্রাচীন মতে হ্ম এবং ণ ছিল না।
উত্তর ভারতীয়
সঙ্গীত পদ্ধতিতে
ভৈরব
ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। রাগটি
বেশ প্রাচীন রাগ। হনুমন্ত মতে এর পরিচয় হিন্দোল রাগের অন্তর্গত
একটি রাগিণী। ভরত মতে এই রাগ ভৈরব রাগের পুত্রবধূ। ব্রহ্মা মতে এটি ভৈরব রাগের
রাগিণী। সঙ্গীত পারিজাতে বলা হয়েছে- ধৈবাদি মূর্চ্ছনা
থেকে উৎপন্ন হয়েছিল। অর্থাৎ রাগটি মধ্যমগ্রামের পৌরবী (সঙ্গীতরত্নাকর মতে) মূর্চ্ছনা
থেকে উৎপন্ন হয়েছিল।
ভাতখণ্ডে-এর মতে রামকেলির ৪টি প্রকরণ আছে। এগুলো হলো-
১. আরোহণে মধ্যম ও
নিষাদ ব্যবহৃত হয় না। অর্থাৎ এর আরোহণ ছিল স ঋ গ ম প দ র্স। এ্ই ধরণটি
বর্তমানে শোনা যায় না।
২. আরোহণ-অবরোহণ সম্পূর্ণ এবং এর চলন ভৈরবের মতো। এ্ই ধরণটি বর্তমানে শোনা যায়
না।
৩. দুই গান্ধার ব্যবহৃত হয়। এ্ই ধরণটি বর্তমানে শোনা যায় না।
৪. দুটি মধ্যম এবং দুটি নিষাদ ব্যবহৃত হয়। বর্তমানে এই তৃতীয় প্রকরণটি প্রচলিত।
৫. বিষ্ণুপুরী ঘরানায়, শুদ্ধ
মধ্যম এবং দুটি নিষাদ ব্যবহৃত হয়। বর্তমানে এই তৃতীয় প্রকরণটি প্রচলিত।
(সঙ্গীতচন্দ্রিকা। গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়)
বর্তমানে প্রচলিত রামকেলিতে উভয় মধ্যম ব্যবহৃত হয়।
আরোহণে ঋষভ বর্জিত, অবরোহণ সম্পূর্ণ তবে বক্র। প্রকৃতি
গম্ভীর। এর বিস্তারের ক্ষেত্রে মধ্য ও তার সপ্তক।
আরোহণ
: স গ ম প দ ন র্স
অবরোহণ : র্স ন দ, প, হ্ম প দ ণ দ প, গ ম ঋ স
ঠাট :
ভৈরব
জাতি
: ধৈবত (পঞ্চম)
বাদীস্বর
: ঋষভ
সমবাদী স্বর
: ধৈবত
অঙ্গ
: উত্তরাঙ্গ
সময় : প্রাতঃকাল
পকড়
: দ প, হ্ম, দ ণ দ প গ, ম ঋ স
বাংলা গানে রামকেলি রাগের প্রথম নমুনা পাওয়া যায় চর্যাগীতিতে (৬৫০-১২০০
খ্রিষ্টাব্দ)। চর্যাগীতিতে অবশ্য এই রাগের উল্লেখ করা হয়েছে রামক্রী নামে। এই
রাগে নিবদ্ধ পদ পাওয়া যায় ২টি। এগুলো হলো-
-
সঅ সম্বেঅণ সরুঅ বিআরেতে
অলকখ লক্খণ
ন জাই [রাগনাম:
রামক্রী]
[পদ সংখ্যা ১৫]।
[তথ্য]
-
গঅণত গঅণত তইলা বাড়ী
হিএঁ কুরাড়ী [পদসংখ্যা ৫০]
[তথ্য]
সুলতান
আলাউদ্দীন খিলজি
রাজত্বকালে (১২৯৬-১৩১৬ খ্রিষ্টাব্দ),
বৈজু বাওরা
ও
গোপাল নায়ক এই ধ্রুপদে। সে সময়ে আরোহণে ঋষভ ব্যবহৃত হতো না। অর্থাৎ এর আরোহণ ছিল স গ ম প দ ন র্স। অবরোহণ: র্স ন দপ ম প দণ দ পম গঋ সএ্ই ধরণটি বর্তমানে শোনা যায় না। এ্ই ধরণটি বর্তমানে শোনা যায়
না।
তথ্যসূত্র:
- সঙ্গীত পারিজাত। অহোবল। রাগ-প্রকরণ ৪০১।
- রাগ বিজ্ঞান অভিধান। নিত্যানন্দ কর্মকার।
প্রগেরসিভ পাবলিশাসর্স। কলকাতা।। পৃষ্ঠা: ৪৬।
- চর্যাগীতিকোষ। নীলরতন সেন সম্পাদিত।
সাহিত্যলোক। কলকাতা। জানুয়ারি ২০০১।
- চর্যাগীতি পদাবলী, সুকুমার
সেন, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা,১৯৯৫
- চর্যাগীতি পরিক্রমা। দে'জ সংস্করণ। জানুয়ারি ২০০৫।
- চর্যাগীতি পাঠ। ড. মাহবুবুল হক।
পাঞ্জেরী পাবলিকেশান লি.। ঢাকা। জুলাই ২০০৯।
- চর্যাগীতিকা। সম্পাদনায় মুহম্মদ
আবদুল হাই ও আনোয়ার পাশা। স্টুডেন্ট ওয়েজ। অগ্রহায়ণ ১৪০২।
- সংগীত পরিচিতি
(উত্তর ভাগ)। শ্রীনীলরতন বন্দ্যোপাধ্যায়। ৪ এপ্রিল, ১৯৭৯।
- রাগ-রূপায়ণ, প্রথম খণ্ড। সুরেশ
চক্রবর্তী। জেনারেল প্রিন্টার্স য়্যান্ড পাংব্লিশার্স প্রাইভেট লিমিটেড।
- হিন্দুস্থানী সঙ্গীত-পদ্ধতি (অষ্টম খণ্ড)। পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে।
দীপায়ন। আশ্বিন ১৩৯৮।
- সঙ্গীতচন্দ্রিকা। গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়