মালশ্রী
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কল্যাণ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগে মধ্যম ও নিষাদ খুব অল্প ব্যবহার করা হয়।
আরোহণ: স গ হ্ম প ন স
অবরোহণ; র্স ন প, হ্ম পগস
ঠাট: কল্যাণ
জাতি: ঔড়ন-ঔড়ব (ঋষভ ও ধৈবত বর্জিত)
বাদীস্বর:  পঞ্চম
সমবাদী স্বর:ষড়্‌জ
অঙ্গ: উত্তরাঙ্গ।
সময় সন্ধ্যাকাল।
পকড়: স গপ  হ্মগ প, প, ন,  র্স, নপ হ্মগ পগ স

চর্যাগীতিতে এই রাগের নাম ছিল মালসী উল্লেখ আছে। এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ১টি। এই গানটি হলো-


তথ্যসূত্র: