উত্তর ভারতীয়
সঙ্গীত পদ্ধতিতে
কল্যাণ ঠাটের অন্তর্গত
রাগ বিশেষ। এই রাগে মধ্যম ও নিষাদ খুব অল্প ব্যবহার করা হয়।
আরোহণ:
স গ হ্ম প ন স
অবরোহণ;
র্স ন প, হ্ম পগস
ঠাট:
কল্যাণ
জাতি: ঔড়ন-ঔড়ব (ঋষভ ও ধৈবত বর্জিত)
বাদীস্বর:
পঞ্চম
সমবাদী স্বর:ষড়্জ
অঙ্গ: উত্তরাঙ্গ।
সময়
সন্ধ্যাকাল।
পকড়: স
গপ হ্মগ প, প, ন,
র্স, নপ হ্মগ পগ স
চর্যাগীতিতে এই রাগের নাম ছিল
মালসী উল্লেখ আছে। এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা
১টি। এই গানটি
হলো-
- সূইণে হ অবিদার অরে নিঅ মনে তোহোরেঁ দোসে [পদ সংখ্যা
৩৯][তথ্য]
তথ্যসূত্র:
-
উচ্চাঙ্গ
ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর
১৯৮৭।
-
হিন্দুস্থানী সংগীত পদ্ধতি
(দশম খণ্ড)। পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে।
বঙ্গানুবাদ : অসীমকুমার চট্টোপাধ্যায়। কার্তিক ১৩৯৮
।
পৃষ্ঠা: ৪০।