বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যদি বারণ কর তবে গাহিব
না।
পাঠ
ও পাঠভেদ:
যদি বারণ কর তবে গাহিব না।
যদি শরম লাগে মুখে চাহিব না॥
যদি বিরলে মালা গাঁথা
সহসা পায় বাধা
তোমার ফুলবনে যাইব না॥
যদি থমকি থেমে যাও পথমাঝে
আমি চমকি চলে যাব আন কাজে।
যদি তোমার নদীকূলে
ভুলিয়া ঢেউ তুলে,
আমার তরীখানি বাহিব না॥
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩০৪
বঙ্গাব্দের আশ্বিন মাসের শুরুতে রবীন্দ্রনাথ শিলাইদহে যান। তারপর পাবনার ইছামতী,
যমুনা বরাল, বলেশ্বরী নদী ধরে সাজাদপুরের উদ্দেশ্যে পৌঁছান ৮ তারিখে। ৯
আশ্বিন সাজাদপুর থেকে পতিসরের দিকে যাত্রা করেন এবং পতিসরে ১০ আশ্বিনে পৌঁছান। ৯
আশ্বিন চলবিলের ভিতরে তাঁর বোট ঝড়বৃষ্টির মধ্যে পড়ে। এই সময় তিনি এই গানটি রচনা
করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৬ বৎসর ৫ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
প্রথম সংস্করণ (আদি ব্রাহ্মসমাজ প্রেস, বৈশাখ ১৩০৭ বঙ্গাব্দ )। সংকোচ। ছায়ানট পৃষ্ঠা: ৬১-৬২] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
গীতবিতান
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৭ বঙ্গাব্দে প্রকাশিত
'কল্পনা' নামক
কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৯১-১৯২] [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]