বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
চিত্ত পিপাসিত রে

পাঠ ও পাঠভেদ:

     চিত্ত পিপাসিত রে

     গীতসুধার তরে    

তাপিত শুষ্কলতা    বর্ষণ যাচে যথা

কাতর অন্তর মোর লুণ্ঠিত ধুলি-'পরে

            গীত সুধার তরে

আজি বসন্তনিশা,  আজি অনন্ত তৃঁষা,

আজি এ জাগ্রত প্রাণ  তৃষিত চকোর-সমান

           গীতসুধার তরে।

চন্দ্র অতন্দ্র নভে   জাগিছে সুপ্ত ভবে,

অন্তর বাহির আজি  কাঁদে উদাস স্বরে

    গীতসুধার তরে