বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
চিত্ত
পিপাসিত রে
পাঠ ও পাঠভেদ:
চিত্ত পিপাসিত রে
গীতসুধার তরে ॥
তাপিত শুষ্কলতা বর্ষণ যাচে যথা
কাতর অন্তর মোর লুণ্ঠিত ধুলি-'পরে
গীত সুধার তরে ॥
আজি বসন্তনিশা, আজি অনন্ত তৃঁষা,
আজি এ জাগ্রত প্রাণ তৃষিত চকোর-সমান
গীতসুধার তরে।
চন্দ্র অতন্দ্র নভে জাগিছে সুপ্ত ভবে,
অন্তর বাহির আজি কাঁদে উদাস স্বরে
গীতসুধার তরে॥
পাণ্ডুলিপির পাঠ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩০২ বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিকে রবীন্দ্রনাথ উত্তরবঙ্গ সফর করেন। এই সফরের সময়— ২৩ আশ্বিন ১৩০২ বঙ্গাব্দ [বুধবার ৯ অক্টোবর ১৮৯৫ খ্রিষ্টাব্দ]-এ শিলাইদহে এই গানটি রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৪ বৎসর ৫ মাস। [রবীন্দ্রনাথের ৩৪ বৎসর বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ৮৮-৮৯। [নমুনা: ৮৮, ৮৯]
কাব্য-গ্রন্থ অষ্টমভাগ [১১ আশ্বিন ১৩১১ বঙ্গাব্দ, ১৯০৪ খ্রিষ্টাব্দ]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। খাম্বাজ। পৃষ্ঠা: ৪৩১] [নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। গান। খাম্বাজ। পৃষ্ঠা: ৭২। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 'গান' অংশ থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১০৫]
গীতবিতান-এর প্রেম (উপ-বিভাগ : গান-১) পর্যায়ের ১ সংখ্যক গান।
স্বরলিপি-গীতিমালা, চতুর্থ খণ্ড (১৩০৪ বঙ্গাব্দ)। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরিলপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান দশম খণ্ডের (সংস্করণ পৌষ ১৪১৩) ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা ৪৫-৪৬।
রাগ : খাম্বাজ। তাল : ঝাঁপতাল। [স্বরবিতান দশম খণ্ডের (সংস্করণ পৌষ ১৪১৩)]
রাগ : খাম্বাজ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭১]
রাগ: খাম্বাজ। তাল: ঝাঁপতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৫০।
রাগ: খাম্বাজ। তাল : ঝাঁপতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৯০।
গ্রহস্বর : সা
লয় : মধ্য