বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
তুমি রবে নীরবে হৃদয়ে মম
পাঠ ও পাঠভেদ:
তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণমানিশীথিনী-সম॥
মম জীবন যৌবন মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম॥
পাণ্ডুলিপির পাঠ:
ভাবসন্ধান: যুক্ত হবে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩০২ বঙ্গাব্দের ১১ কার্তিকে রবীন্দ্রনাথ শিলাইদহ থেকে কলকাতায় ফিরে আসেন। এরপর জোড়াসাঁকোর বাড়িতে তিনি কার্তিক মাসের পুরো সময়টাই কাটান। ১৬ কার্তিক থেকে ২৯ কার্তিক-এর ভিতরে তিনি মোট ৯টি নতুন গান রচনা করেন। এর ভিতরে এই গানটি রচনা করেন ১৮ কার্তিক [রবিবার ৩ নভেম্বর ১৮৯৫ খ্রিষ্টাব্দ]-এ। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৪ বৎসর ৬ মাস বয়সে।
প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ১০৬। [নমুনা: ১০৬]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। বেহাগ। পৃষ্ঠা: ৪৩২] [নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। বেহাগ। পৃষ্ঠা: ৭৪। [নমুনা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 'গান' অংশ থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১০৯] [নমুনা]
গীতবিতান-এর প্রেম (প্রেম বৈচিত্র্য-৩৫)পর্যায়ের ৬২ সংখ্যক গান।
স্বরবিতান দশম (১০) খণ্ডের (পৌষ ১৪১৩) ২৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৭৯-৮০।
পত্রিকা:
বীণাবাদিনী (আষাঢ় ১৩০৫ বঙ্গাব্দ)। বেহাগ-একতালা। স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল, তবে স্বরলিপিকারের নাম অনুল্লিখিত ছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: অনুল্লিখিত।
সুর ও তাল:
রাগ: বেহাগ। তাল: একতাল [স্বরবিতান
দশম
(১০) খণ্ডের (পৌষ ১৪১৩) ]
রাগ : গৌরসারং। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি.
ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা
: ৭১]
রাগ: বেহাগ।
তাল: একতাল
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।। পৃষ্ঠা: ৫৫]।
রাগ: বেহাগ।
তাল: একতাল
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা:
৯৮।]
গ্রহস্বর : গা।
লয় : মধ্য।