বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
জীবন যখন
শুকায়ে যায় করুণাধারায় এসো
পাঠ ও পাঠভেদ:
জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
সকল মাধুরী লুকায়ে যায়, গীতসুধারসে এসো ॥
কর্ম যখন প্রবল-আকার গরজি উঠিয়া ঢাকে চারি ধার
হৃদয়প্রান্তে, হে জীবননাথ, শান্ত চরণে এসো ॥
আপনারে যবে করিয়া কৃপণ কোণে পড়ে থাকে দীনহীন মন
দুয়ার খুলিয়া, হে উদার নাথ, রাজসমারোহে এসো।
বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবোধে ভুলায়,
ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো ॥
পাণ্ডুলিপির পাঠ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
পাণ্ডুলিপি-তে গানটির রচনাকাল ও স্থানের উল্লেখ আছে, '২৮শে চৈত্র ১৩১৬'।
উল্লেখ্য,
২৪ ফাল্গুন, রবীন্দ্রনাথ রথীন্দ্রনাথ ঠাকুরকে সাথে নিয়ে শিলাইদহ যান
এবং ৫ চৈত্রে কোলকাতায় ফিরে আসেন। ১১ চৈত্র তারিখে তিনি শান্তিনিকেতনে
ফিরে আসেন। চৈত্রমাসের ২৬ তারিখ থেকে ৩০শে চৈত্রের ভিতরে পাঁচটি গান
রচনা করেন। এর ভিতরে এই গানটি রচনা করেছিলেন '২৮
চৈত্র, ১৩১৬ [সোমবার, ১১ এপ্রিল ১৯১০ খ্রিষ্টাব্দ]'। রবীন্দ্রনাথ
তাঁর ৪৮ অতিক্রান্ত বয়সের শেষাংশে এই গানটি রচনা করেছিলেন।
[রবীন্দ্রনাথের
৪৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)। ১৩১৭ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতাঞ্জলি' থেকে গৃহীত হয়েছি। পৃষ্ঠা: ৩৪২। [নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)। প্রার্থনা ৪। পৃষ্ঠা: ৪১। [নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ৯৫। উপবিভাগ: প্রার্থনা-৪। পৃষ্ঠা: ৪৪।
গীতলিপি ৫ম ভাগ (১৩১৭ বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী, আশ্বিন ১৩৯৩)। পৃষ্ঠা ৪৮-৪৯।
স্বরবিতান অষ্টাত্রিংশ (৩৮) খণ্ডের (বৈশাখ ১৪১৫) নবম গান। পৃষ্ঠা : ২৭-২৮।
রবীন্দ্রনাথ-কৃত অনুবাদ ইংরেজি গীতাঞ্জলির পাঠ গীতাঞ্জলি (নোবেল পুরস্কার প্রাপ্ত)। ৩৯ সংখ্যক গান। :
When the heart is hard and parched up, come upon me with a shower of mercy.
When grace is lost from life, come with a burst of song.
When tumultuous work raises its din on all sides shutting me out from beyond, come to me, my lord of silence, with
thy peace and rest.
When my beggarly heart sits crouched, shut up in a corner, break open the door, my king, and come with the ceremony
of a king.
When desire blinds the mind with delusion and dust, 0 thou holy one, thou wakeful, come with thy light and thy thunder.সূত্র:
- Gitanjali, Rabindranath Tagore, Visva-Bharati and UBSPD, Thirteenth Reprint 2008, Page 82-83.
- নোবেল পুরস্কারপ্রাপ্ত গীতাঞ্জলি −রবীন্দ্রনাথ ঠাকুর। সম্পাদনা : আবদার রশীদ। বাংলা একাডেমী ঢাকা। (ফেব্রুয়ারি ১৯৯৩ সংস্করণ)।
প্রকাশের
কালানুক্রম: ১৩১৬ বঙ্গাব্দের ২৮শে চৈত্র গানটি রচিত হওয়ার পর, এই বছরেই গানটি 'গীতাঞ্জলি'-তে অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়। এই বছরে প্রকাশিত
গীতলিপি ৫ম
ভাগ (১৩১৭
বঙ্গাব্দ)-এ
গানটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
১৩২৩ বঙ্গাব্দে
গানটি কাব্যগ্রন্থ অষ্টমভাগে গৃহীত হয়।
১৩৩৮ বঙ্গাব্দে
প্রকাশিত গীতবিতানের প্রথম খণ্ডের
প্রথম
সংস্করণে গানটি 'গীতাঞ্জলি' থেকে গৃহীত হয়।
এরপর ১৩৪৮ বঙ্গাব্দে গানটি গীতবিতানের প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণে
পূজা পর্যায়ের অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
১৩৮০
বঙ্গাব্দের পৌষ মাসে
অখণ্ড গীতবিতানের তৃতীয় এবং সর্বশেষ সংস্করণে গানটি
পূজা পর্যায়ের ৯৫
সংখ্যক গান অন্তর্ভুক্ত হয়েছে।