বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: বলি গো সজনী,   যেয়ো না, যেয়ো না
পাঠ ও পাঠভেদ:
বলি গো সজনী,   যেয়ো না, যেয়ো না-
তার কাছে আর যেয়ো না, যেয়ো না।
সুখে সে রয়েছে, সুখে সে থাকুক-            
        মোর কথা তারে বোলো না, বোলো না॥
আমায় যখন ভালো সে না বাসে
পায়ে ধরিলেও বাসিবে না সে।
কাজ কী, কাজ কী, কাজ কী, সজনী-            
       মোর তরে তারে দিয়ো না বেদনা॥