বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
বলি গো সজনী,
যেয়ো না, যেয়ো না
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম
ও প্রকৃতি পর্যায়ের ৪০ সংখ্যক গান।
বলি গো
সজনী, যেয়ো না, যেয়ো না-
তার
কাছে আর যেয়ো না, যেয়ো না।
সুখে সে
রয়েছে, সুখে সে থাকুক-
মোর কথা তারে বোলো না, বোলো না॥
আমায়
যখন ভালো সে না বাসে
পায়ে
ধরিলেও বাসিবে না সে।
কাজ কী,
কাজ কী, কাজ কী, সজনী-
মোর তরে তারে দিয়ো না বেদনা॥
- পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৮৮২ খ্রিষ্টাব্দে প্রকাশিত
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুএর স্বপ্নময়ী নাটকের,
দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্কে ব্যবহৃত হয়েছিল। এই
বিচারে অনুমান করা হয় গানটি রবীন্দ্রনাথের ২১
বৎসর বয়সের রচনা।
- খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।গান।
খট একতালা।
পৃষ্ঠা: ৪৪৪][নমুনা]
-
গীতবিতানের প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৪০ সংখ্যক গান।
-
রবিচ্ছায়া
(সাধারণ
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ১১২।
খট একতালা। পৃষ্ঠা: ৯৫।[নমুনা:
নমুনা]
-
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)। খট একতালা
পৃষ্ঠা: ১০১০।
[নমুনা]
-
স্বপ্নময়ী
- প্রথম প্রকাশ: ১২ চৈত্র ১২৮৮, ২৪ মার্চ
১৮৮২ খ্রিষ্টাব্দ।
আদি ব্রাহ্মসমাজ যন্ত্র)। [
[চতুর্থ অঙ্ক, তৃতীয় গর্ভাঙ্ক। সুমতির গান। খট]
সুমতির আপন মনের গান। পৃষ্ঠা: ১৩৮।
- স্বরবিতান
দ্বাত্রিংশ (৩২)
খণ্ডের ২১ সংখ্যক গান। পৃষ্ঠা ৪৭-৪৮।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
-
সুর ও তাল:
-
রাগ : ভৈরব। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান
।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮২]
- রাগ:
কালাংড়া।
তাল:
একতাল
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা।
সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৮]।
- রাগ:
খট।
তাল:
একতাল
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১১৭।