বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়

পাঠ ও পাঠভেদ:

       ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে

হৃদয়মাঝে হৃদয়নাথ  আছে নিত্য সাথ সাথ-

      কোথা ফিরিছ দিবারাত, হেরো তাঁহারে অভয়ে

হেথা চির-আনন্দধাম, হেথা বাজিছে অভয় নাম,

      হেথা পূরিবে সকল কাম নিভৃত অমৃত-আলয়ে