বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত। 
		
		শিরোনাম: 
		
মম যৌবননিকুঞ্জে গাহে 
পাখি
		
		পাঠ ও পাঠভেদ:
		
		
			- গীতবিতান 
			(বিশ্বভারতী, 
			কার্তিক ১৪১২)-এর 
			পাঠ:
	
		
মম    যৌবননিকুঞ্জে গাহে 
পাখি —
    সখি, জাগ' জাগ'
    মেলি রাগ-অলস আঁখি —
অনু    রাগ-অলস আঁখি সখি, 
জাগ' জাগ' ॥
        
আজি চঞ্চল এ নিশীথে
        
জাগ'    ফাল্গুনগুণগীতে
        
অয়ি    প্রথমপ্রণয়ভীতে,
        
মম  নন্দন-অটবীতে
পিক মুহু মুহু উঠে ডাকি-সখি, জাগ' জাগ ॥
    জাগ' নবীন গৌরবে,
    নব    
বকুলসৌরভে,
    মৃদু  মলয়বীজনে
    জাগ' নিভৃত নির্জনে।
    আজি আকুল ফুলসাজে
    জাগ'  মৃদুকম্পিত 
লাজে,
    মম  হৃদয়শয়নমাঝে,
    শুন মধুর মুরলী বাজে
মম    অন্তরে থাকি 
থাকি-সখি, জাগ' জাগ'॥  
		
	
	RBVBMS 287
	[দিনেন্দ্রনাথ-কৃত স্বরলিপি-র 
	পাণ্ডুলিপি]  [নমুনা
	প্রথমাংশ,
	দ্বিতীয়াংশ]
	
	পাঠভেদ: 
	পাঠভেদ আছে।
            
	মেলি রাগ-অলস আঁখি —
                
অনুরাগ-অলস আঁখি 
                       সখি, 
জাগ' জাগ'॥... 
             
	
	আজি আকুল ফুলসাজে                            
:বীণাবাদিনী (শ্রাবণ ১৩০৪)
            
মেলি রাগ-অলস আঁখি
                       
সখি, জাগো জাগো॥...
            
জাগো 
আকুল ফুলসাজে                            
:গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
	
	
	
	তথ্যানুসন্ধান
	
		- 
 ক. রচনাকাল ও স্থান:  
বীণাবাদিনী পত্রিকার ১৩০৪ বঙ্গাব্দের শ্রাবণ মাসের প্রথম ভাগ প্রথম সংখ্যায় 
একটি গান প্রকাশিত হয়। এই গানটির রচনাকাল এবং স্থান সম্পর্কে কিছু জানা যায় নাই। 
প্রকাশকালের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল, ৩৬ বৎসর ৩ মাস।
- খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			-  গ্রন্থ
			
- 
গীতবিতান
	- 
 
	
	প্রথম খণ্ড, প্রথম সংস্করণ 
				[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।  ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত 
				সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
				 
	২৩৩-২৩৪] 
	[নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ]
 
- 
			 পত্রিকা:
				-  বীণাবাদিনী
				 
 (শ্রাবণ ১৩০৪ বঙ্গাব্দ) 
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল, 
তবে স্বরলিপিকারের নাম অনুল্লিখিত ছিল।
 
 
- গ.
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			- 
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ 
			ঠাকুর।
- সুর 
		ও তাল:
				- 
			 
রাগ: কাফি। তাল: একতাল। 
স্বরবিতান দশম খণ্ড
  
(১০) খণ্ডের (পৌষ ১৪১৩ বঙ্গাব্দ) । 
[স্বরলিপি]
 
- 
			 রাগ : কাফি। [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। 
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
 
- 
				 
				রাগ : কাফি। তাল: একতাল
				।
				 
				[রবীন্দ্রসংগীত 
			: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] । পৃষ্ঠা: ৭২।
			 
- 
		 রাগ: 
				কাফি। তাল: একতাল। [রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: 
				১২৬>।
 
- 
 গ্রহস্বর: সা।