বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
গাও বীণা-বীণা,
গাও রে।
গাও বীণা-বীণা,
গাও রে।
অমৃতমধুর তাঁর প্রেমগান মানব-সবে শুনাও রে।
মধুর তানে
নীরস প্রাণে মধুর প্রেম জাগাও রে
॥
ব্যথা দিয়ো না
কাহারে,
ব্যথিতের তরে পাষাণ প্রাণ কাঁদাও রে।
নিরাশেরে কহো
আশার কাহিনী,
প্রাণে নব বল দাও রে।
আনন্দময়ের
আনন্দ-আলয় নব নব তানে ছাও রে।
পড়ে থাকো সদা
বিভুর চরণে,
আপনারে ভুলে যাও রে ॥
- পাণ্ডুলিপির
পাঠ:
-
তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান:
গানটির সুনির্দিষ্ট রচনাকাল জানা যায় নাই। প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর
রবিজীবনী দ্বিতীয় খণ্ডে এই গানটি-সহ তিনটি গানকে - আদি ব্রাহ্মসমাজের
নববর্ষ উৎসবের (১২৯১ বঙ্গাব্দ) জন্য রচিত বলে উল্লেখ করেছেন।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড
[মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী টোড়ি-তাল
একতালা। পৃষ্ঠা: ২০৩-২০৪]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
দশম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ, ১৯১৬ খ্রিষ্টাব্দ, ধর্ম্মসঙ্গীত।
পৃষ্ঠা: ২২৭।] [
নমুনা]
-
কাব্যগ্রন্থাবলী[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী টোড়ি-তাল
একতালা।
পৃষ্ঠা: ৪৫৮] [নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ
[সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী টোড়ি-তাল
একতালা। পৃষ্ঠা ২৫৪-২৫৫]
[নমুনা
প্রথমাংশ
শেষাংশ]
-
দ্বিতীয় সংস্করণ
[ইন্ডিয়ান প্রেস। ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী
টোড়ি-তাল একতালা। পৃষ্ঠা: ২৭৭। [নমুনা]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০
বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।রাগিণী টোড়ি-তাল একতালা। পৃষ্ঠা: ৩৫০-৩৫১ [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। গান।
পৃষ্ঠা: ১১৫।
[নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। মিশ্র
টোড়ি-একতালা। কাঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
রবিচ্ছায়া
(সাধারণ ব্রহ্মসমাজ যন্ত্র, ১২৯২)।
পরিশিষ্ট ৩।
গৌড় টোড়ি-তাল একতাল। পৃষ্ঠা:
১৬৯-১৭০।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। গান সংখ্যা: ৩৫১। গৌড় টোড়ি-তাল একতাল। পৃষ্ঠা: ১০৪০-৪১ [নমুনা প্রথমাংশ,
শেষাংশ]
-
স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) ৪৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ১২১-২২। [নমুনা]
-
তত্ত্ববোধিনী (বৈশাখ ১৮০৭ শকাব্দ, ১২৯২ বঙ্গাব্দ)। রাগিণী টোড়ি-তাল একতালা। পৃষ্ঠা ১৯।
[নমুনা]
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
-
সুর ও তাল:
-
রাগ-মিশ্র
টোড়ি। তাল-একতাল।
[স্বরবিতান
চতুর্থ
(৪) খণ্ডের (মাঘ ১৪১২)]
-
রাগ:
ভৈরবী, রামকেলি। তাল: একতাল।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬।]
পৃষ্ঠা: ৪৯।
-
রাগ:
ভৈরবী।
তাল: একতাল।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী,
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮৮।
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ
-
গ্রহস্বর: সা।
-
লয়:
মধ্য।